মরক্কোকে থামিয়ে ফাইনালে ফ্রান্সকে পেল স্পেন

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে মরক্কোর বিপক্ষে গোল করার পর স্পেনের খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে ৩-০ গোলে মরক্কোর কাছে টাইব্রেকারে হারের প্রতিশোধ প্যারিস অলিম্পিকে নিল স্পেন। সোমবার রাতে ছেলেদের ফুটবলের সেমিফাইনালে পিছিয়ে পড়েও শেষ দিকের গোলে জিতেছে তারা। রাতের আরেক সেমিফাইনালে মিশরকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক ফ্রান্স। ১৯৯২ সালে ঘরের মাঠে অলিম্পিক গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল স্পেন। তারপর দুইবার ফাইনালে উঠেও হারানো স্বর্ণ উদ্ধার করতে পারেনি তারা। সর্বশেষ ২০২০ টোকিও অলিম্পিকের ফাইনালে তাদের স্বপ্ন ভাঙে ব্রাজিলের কাছে হেরে। স্পেন আবার ফাইনালে, দীর্ঘ ৩২ বছর পর আবার স্বর্ণ জয়ের হাতছানি। মার্শেইতে পেনাল্টি থেকে এক গোল হজম করে স্পেন। ফারমিন লোপেজ গোল শোধ দেওয়ার পর জুয়ানলু সানচেজ জয়সূচক গোলে স্পেনকে ফাইনালে তোলেন। ২-১ গোলে জিতেছে তারা। এ নিয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিক ফাইনালে উঠলো স্পেন। টোকিও অলিম্পিকে ব্রাজিলের কাছে ফাইনালে হেরে রুপা পেয়েছিল তারা। আগামী শুক্রবার সেই আক্ষেপ ঘোচাতে ফ্রান্সের মুখোমুখি হবে ১৯৯২ সালের সোনাজয়ীরা। গতবারের আফ্রিকান নেশন্স কাপজয়ী মরক্কো আরেকবার স্পেনকে চমকে দেয়। পাবলো বারিওস বক্সের মধ্যে আমির রিচার্ডসনকে ফাউল করলে রেফারি মরক্কোকে পেনাল্টি দেয়। সুফিয়ান রাহিম ৩৬তম মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে লোপেজ ৬৬তম মিনিটে সমতা ফেরান। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছিল, তখন তার বানিয়ে দেওয়া বলে ৮৫ মিনিটে সানচেজ জাল কাঁপান। ফ্রান্সকে প্রথমে পেছনে ফেলে দেয় মিশর। তবে স্বাগতিকদের জাল কাঁপিয়ে তা ধরে রাখতে পারেনি আফ্রিকানরা। অতিরিক্ত সময়ে আরও দুই গোল করে ফরাসিরা। লড়াইটা জমিয়ে তুলেছিল মিশর। আগে গোলও পেয়েছিল মিশরীয়রা। কিন্তু অতিরিক্ত সময়ে একটি লালকার্ডই কাল হলো তাদের। অবশেষে ১০ জনের মিশরকে ৩-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফাইনালে জায়গা করে নিল ফ্রান্স। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন জঁ্যা ফিলিপে মাতেতা। তার পা থেকেই সমতাসূচক গোলটি পায় ফ্রান্স। মিশরের ওমর ফায়েদ লাল কার্ড (৯২ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড) দেখার পর ফরাসিদের ২-১ ব্যবধানে এগিয়েও দেন ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি ম্যাচের ৯৯ মিনিটে দুর্দান্ত হেডের মাধ্যমে করেন মাতেতা। ১০৮ মিনিটে মাইকেল অলিসের গোলে ব্যবধান ৩-১ করে ফ্রান্স। ১২০ মিনিটের ম্যাচে শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রাখে থিয়েরি হেনরির শিষ্যরা। আগামী শুক্রবার প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় নির্ধারণী (বোঞ্জ পদক) ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে মিশর।