বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

অলিম্পিকে এসে পার্কে ঘুমিয়েছেন সোনাজয়ী অ্যাথলেট

ক্রীড়া ডেস্ক
  ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
অলিম্পিকে এসে পার্কে ঘুমিয়েছেন সোনাজয়ী অ্যাথলেট

প্যারিস অলিম্পিক ঘিরে সমালোচনা যেন থামছে না। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথ কোরিয়ার নাম ভুল করা, ভুল জাতীয় সঙ্গীত বাজানো থেকে শুরু করে নদী দূষণের কারণে ইভেন্টের সময় পরিবর্তন করতে হয়েছে। এবার গেমস ভিলেজে গরমে অতিষ্ঠ হয়ে সোনাজয়ী সাঁতারুকে পার্কে ঘুমাতে দেখা গেছে।

ইতালির হয়ে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন থমাস সেকন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এই সাঁতারু সাদা এক তোয়ালে বিছিয়ে পার্কে ঘুমাচ্ছেন। গেমস ভিলেজে নেই কোনো এয়ার কন্ডিশনের ব্যবস্থা। পরিস্থিতি নিয়ে থমাস অভিযোগ জানালেও মেলেনি কোনো প্রতিকার। প্রচুর গরম ও বাজে খাবারের জন্য তিনি বাইরে ঘুমাতে গিয়েছিলেন। শুধু তিনি নন, আরও অনেকে এমন করেছেন বলে জানা যায়।

ঘুমের বিষয়ে থমাস বলেছেন, 'সাধারণত, বাড়িতে থাকলে দুপুরে সবসময় ঘুমাই, কিন্তু এখানে গরম ও আওয়াজের কারণে তা হচ্ছে না। ভিলেজে কোনো এয়ার কন্ডিশনের ব্যবস্থা নেই। এ কারণে প্রচুর গরম। সঙ্গে বাজে খাবার। এ কারণে অনেক অ্যাথলেট ভিলেজ ছাড়ছেন। এটা কোনো অজুহাত নয়। এখানে কী হচ্ছে, অনেকেই জানে না, তবে এটাই বাস্তবতা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে