নিয়ম ভাঙায় বের করে দেওয়া হয়েছে প্যারাগুয়ের সাঁতারুকে
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিকে নিয়ম ভাঙায় গেমস ভিলেজ থেকে বের করে দেওয়া হয়েছে প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা আলোনসোকে। দেশটির অলিম্পিক কমিটি জানিয়েছে, তার কার্যকলাপ অন্যদের প্রভাবিত করছে বলে এমন সিদ্ধান্ত।
প্যারাগুয়ের অলিম্পিক কমিটির প্রধান লরিসা শ্যায়েরার বিবৃতিতে জানিয়েছেন, 'লুয়ানার উপস্থিতি টিম প্যারাগুয়ের মধ্যে একটি অনুপযুক্ত পরিবেশ তৈরি করছে। আমাদের দেওয়া নির্দেশনা অনুসরণ করার জন্য তাকে ধন্যবাদ। কারণ, তিনি দলের নিয়ম ভঙ্গ করে বাইরে রাত কাটিয়েছেন।'
অফিসিয়াল কিটের পরিবর্তে নিজের পছন্দের পোশাক পরা, অন্য ক্রীড়াবিদদের সঙ্গে অপ্রয়োজনীয় মেলামেশা করতেও দেখা গেছে তাকে। যে কারণে দলের খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে বলে খবর।
প্যারিস অলিম্পিকে ইতোমধ্যে নিজের ইভেন্টগুলোতে অংশগ্রহণ করে ফেলেছেন ২০ বর্ষী লুয়ানা। ১৭ বছর বয়সে টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কোনো পদক জিততে পারেননি।