পাকিস্তানে জন্ম, জিম্বাবুয়ের পণ্য : সিকান্দার রাজা
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
সিকান্দার রাজার জন্ম পাকিস্তানে। কিন্তু তিনি খেলছেন জিম্বাবুয়ের হয়ে। দলটিকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে দারুণ সময় কাটছে তার। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদেরর্ যাংকিংয়ে তিনি আছেন তৃতীয় স্থানে। ব্যাট হাতে মিডল অর্ডারে তিনি বেশ কার্যকর। বল হাতেও রাখতে পারেন দারুণ কার্যকরী ভূমিকা।
তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন তাকে প্রশ্ন করেছিলেন জিম্বাবুয়ে ছেড়ে তিনি পাকিস্তানের হয়ে খেলবেন কিনা? এমন প্রশ্নের জবাবে রাজা লিখেন, 'আমি জন্মসূত্রে পাকিস্তানি এবং জিম্বাবুয়ের ক্রিকেটের পণ্য। আমি একমাত্র এবং কেবল জিম্বাবুয়েরই প্রতিনিধিত্ব করব।'
তিনি আরও লিখেন, 'জিম্বাবুয়ের আমার জন্য সময় ও টাকা খরচ করেছে। আমি এখন তাদের সেই বিশ্বাসের প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। যদিও আমি জিম্বাবুয়ের হয়ে যা কিছু অর্জন করেছি সেটার প্রতিদান কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। জিম্বাবুয়ে আমার এবং আমি পুরোপুরি জিম্বাবুয়ের।'
এমন জবাব দেওয়ার পর পাকিস্তান ও জিম্বাবুয়ের সমর্থকদের প্রশংসায় ভাসছেন রাজা। জিম্বাবুয়ের হয়ে ১৭টি টেস্ট, ১৪২টি ওয়ানডে ও ৯১টি টি২০ খেলেছেন। সব মিলিয়ে রান করেছেন ৭ হাজার ৩৭৮টি। আর উইকেট নিয়েছেন ১৮৮টি।