বাংলাদেশ থেকে টি২০ বিশ্বকাপ সরানোর কথা ভাবছে আইসিসি!

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে টি২০ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না বাংলাদেশের মেয়েদের -ফাইল ফটো
অক্টোবরে বাংলাদেশের মাটিতে মেয়েদের নবম টি২০ বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে। তবে ক্ষমতার পালাবদলের পর চলমান সহিংসতা, অরাজকতা ও অনিশ্চিত পরিস্থিতি বিবেচনায় বিকল্পের কথা ভাবনায় রয়েছে (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের) আইসিসির। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশের বাইরে বিশ্বকাপ আয়োজনের পথও খোলা রাখছে। চলমান ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন। বাংলাদেশে এই অস্থিরতার কারণে আসন্ন নারী টি২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। আগামী ৩ থেকে ২০ অক্টোবর হওয়ার কথা এই টুর্নামেন্ট। আর বিশ্বকাপের নবম আসরের খেলা ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার তিন মাস বাকি থাকলেও দেশের বিরাজমান পরিস্থিতির কারণে বাংলাদেশ আয়োজক স্বত্ব হারানোর আশঙ্কায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নজরে আছে আইসিসির। বিকল্প আয়োজক হিসেবে ভারত, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাতে চোখ রাখা হচ্ছে। এ দেশে বিশ্বকাপ আয়োজন করা না গেলে ভারত ও শ্রীলংকা কম সময়ের নির্দেশে তা করতে সক্ষম। অক্টোবরে বাংলাদেশের মাটিতে মেয়েদের টি২০ বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে। তবে ক্ষমতার পালাবদলের পর চলমান সহিংসতা, অরাজকতা ও অনিশ্চিত পরিস্থিতি বিবেচনায় বিকল্পের কথা ভাবনায় রয়েছে আইসিসির। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশের বাইরে বিশ্বকাপ আয়োজনের পথও খোলা রাখছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নজরে আছে আইসিসির। বিকল্প আয়োজক হিসেবে ভারত, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাতে চোখ রাখা হচ্ছে। এ দেশে বিশ্বকাপ আয়োজন করা না গেলে ভারত ও শ্রীলংকা কম সময়ের নির্দেশে তা করতে সক্ষম। তবে পাকিস্তানের মেয়েদের ভারতে যাওয়া নিয়ে পড়তে হবে বিপাকে। তাদের প্রতিবেশী দেশে পা রাখতে ভিসাজনিত ইসু্য মোকাবিলা করতে হবে। শ্রীলংকার ক্ষেত্রে অক্টোবরের বৃষ্টি আইসিসিকে ভাবাচ্ছে। ২০২৪ সালের মেয়েদের টি২০ বিশ্বকাপের সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। নবম এই আসরের জন্য বাংলাদেশের দুটি স্টেডিয়ামকে বরাদ্দ করেছে বিসিবি। শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বাছাই করা হয়েছে। ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে মেয়েদের ক্রিকেটের বৈশ্বিক এই আসর। আইসিসি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা এজেন্সিগুলোর সঙ্গে আলাপ করছে। তারা আরও বলেছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের নিরাপত্তাকে তারা সবার আগে প্রাধান্য দেবে। বর্তমান বাংলাদেশকে নিয়ে আইসিসির এক কর্মকর্তার বিবৃতি সোমবার প্রকাশ করা হয়েছে। আইসিসি বলেছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা এজেন্সি ও আমাদের নিজস্ব নিরাপত্তা পরামর্শকদের সমন্বয়ে নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সব অংশগ্রহণকারীকে নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দেই।'