পুরুষ ও নারী দুই ইভেন্টেই পদক জিতে ইতিহাস ফিল্ডম্যানের
প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
অলিম্পিকে প্রথম খেলোয়াড় হিসেবে পুরুষ এবং নারী দুই ইভেন্টেই পদক জিতে ইতিহাস গড়লেন ব্রিটেনের হেনরি ফিল্ডম্যান। টোকিও অলিম্পিকে রোয়িংয়ে পদক জিতেছিলেন পুরুষদের বিভাগে, প্যারিসে পদক জিতলেন নারী ইভেন্টেও। রোয়িংয়ের নতুন নিয়ম অনুযায়ী, নারী দলের সঙ্গে কক্স হিসেবে থাকতে পারেন পুরুষ। আবার পুরুষদের দলেও কক্স হিসেবে থাকতে পারেন কোনো নারী।
কক্সের ভূমিকা কিছুটা সহায়কের। বোট কোন দিকে যাবে, তা নিয়ন্ত্রণ করেন কক্স। বোটের অভিমুখ ঠিক রাখেন। দলের সদস্যদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব থাকে তার ওপর। অনেকটা দলের অধিনায়কের মতো কাজ করেন তিনি। এবার ব্রিটেনের নারীদের আটজনের রোয়িং দলের কক্স হিসেবে ছিলেন ফিল্ডম্যান। শনিবার ব্রিটেনের এই দল ব্রোঞ্জ জিতেছে। এরই সঙ্গে ইতিহাস গড়েছেন ফিল্ডম্যান। গত টোকিও অলিম্পিকে ব্রিটেনের পুরুষ দলের কক্স হিসেবে ছিলেন ফিল্ডম্যান। সেই ইভেন্টেও ব্রোঞ্জ পেয়েছিল ব্রিটেন। অলিম্পিকের ইতিহাসে এমন কৃতিত্ব আর কোনো খেলোয়াড়ের নেই। প্রসঙ্গত, ২০১৬ সালের রিও অলিম্পিকের পর নিয়ম পরিবর্তন করে ওয়ার্ল্ড রোয়িং। লিঙ্গ বৈষম্যের অবসান ঘটাতে কক্স নিয়মের পরিবর্তন করা হয়।