গোলরক্ষক অ্যান-কার্টিন বার্জারের দুর্দান্ত পারফরমেন্সে বর্তমান চ্যাম্পিয়ন কানাডাকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে অলিম্পিক নারী ফুটবলের সেমিফাইনালে উঠেছে জার্মানি। জার্মানদের সঙ্গে শেষ চারের টিকিট পেয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
মার্সেইতে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচ গোলশূন্য ড্র ছিল। কিন্তু পেনাল্টি শু্যট আউটে বার্জার কানাডার দুটি শট রুখে দিয়ে ২০১৬ স্বর্ণ বিজয়ীদের আনন্দে ভাসান। তিন বছর আগে টোকিও গেমসে কানাডা স্বর্ণ পদক জয় করেছিল।
এবার অবশ্য শেষ আট থেকেই তাদের বিদায় নিতে হলো। গ্রম্নপ পর্বে তাদের ছয় পয়েন্ট কাটার পাশাপাশি ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে প্রধান কোচ বেভ প্রিয়েস্টম্যানকে এক বছরের জন্য নিষিদ্ধ করা সত্ত্বেও কানাডা ঠিকই নক আউট পর্ব নিশ্চিত করেছিল।
সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিটেশনে আপিল করেও শাস্তি কমাতে পারেনি কানাডা। সহকারী কোচ এন্ডি স্পেনের অধীনে গ্রম্নপ পর্বের সবকটি ম্যাচে জিতেই কানাডা কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল।
প্যারিসে অতিরিক্ত সময়ে জাপানকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। শেষ চারে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ জার্মানি। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের ঠিক আগে ট্রিনিটি রোডমানের একমাত্র গোলে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়। নতুন ইংলিশ কোচ এমা হায়েসের অধীনে যুক্তরাষ্ট্রের নারী দল রেকর্ড পঞ্চম অলিম্পিক স্বর্ণ জয়ের পথে ভালোভাবেই টিকে রয়েছে। ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইনালে জাপানকে হারানোর পর প্রথম স্বর্ণ জয়ের লক্ষ্যে তারা মাঠে নেমেছে। মার্সেইতে আগামী মঙ্গলবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ব্রাজিল। স্বাগতিক ফ্রান্সকে ১-০ গোলে পরাজিত করে নিষেধাজ্ঞায় থাকা অধিনায়ক মার্তাবিহীন ব্রাজিল শেষ চার নিশ্চিত করেছে। ১৬ মিনিটে সাকিনা কারচাওয়ের পেনাল্টি রুখে দিয়ে ব্রাজিলকে রক্ষা করেছিলেন লোরেনা। ৮২ মিনিটে দুইবারের রৌপ্য পদক জয়ী ব্রাজিলকে জয় উপহার দেন গাবি পোরতিলহো।