প্রাক মৌসুমের এল ক্লাসিকো বলে কথা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা জমজমাট লড়াই উপহার দিলেও তাতে শেষ হাসি হেসেছে কাতালানরা। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে রোববার ভোরে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। দলটির জয়ের নায়ক জোড়া গোল করা পাউ ভিক্টর।
দুই জায়ান্টের লড়াইয়ে প্রকৃতিও বাধা দেওয়ার চেষ্টা করেছে। প্রথমার্ধের ১১ মিনিট মাঠে গড়ানোর পর বজ্রপাতের হানায় এক ঘণ্টারও বেশি সময় খেলা স্থগিত থেকেছে। মাঠে খেলা শুরু হলে দাপট দেখাতে শুরু করেন ভিক্টর প্রাক মৌসুমে যিনি এরই মধ্যে আলো ছড়াচ্ছেন। যাতে আসন্ন মৌসুমে কোচ হানসি ফ্লিকের অধীনে ভূমিকা রাখতে পারেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ওপেনিং গোলের পর এই ম্যাচেও দুই অর্ধে একটি করে গোল করে যান্ত্রব ফিনিশিংয়ের দক্ষতা দেখিয়েছেন। বৃষ্টির মাঝে ৪২ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। একই কৌশলে ৫৪ মিনিটে আদায় করেন দ্বিতীয় গোল।
রিয়াল মাদ্রিদ অবশেষে বেঞ্চের শক্তিতে ম্যাচে ফেরার চেষ্টা করে একেবারে শেষ দিকে। বার্সেলোনার অরক্ষিত রক্ষণে সুযোগে স্কোর ২-১ করেন নিকো পাজ। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট বাকি থাকতে কর্নার থেকে হেড করে জাল কাঁপান তিনি। যদিও লাভ হয়নি তাতে। বার্সা জয় নিয়েই মাঠ ছেড়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া ৪ এল ক্লাসিকোতেই বার্সার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন থেকেছে। পাশাপাশি মৌসুমের আগেই কড়া বার্তাও দিয়ে রাখল তারা।
যদিও দুই দলই তাদের প্রথম সারির তারকাদের ছাড়া খেলতে নেমেছে। বার্সেলোনার হয়ে এখনও যোগ দেননি ইউরো জয়ী লামিনে ইয়ামাল ও ফেরাস তোরেস। ইনজুরিতে রোনাল্ড আরাউহো, পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতিরা যুক্তরাষ্ট্র সফর করেননি। অপর দিকে রিয়াল মাদ্রিদও তাদের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পেকে প্রথম ম্যাচে দেখার অপেক্ষায়। হাই প্রোফাইল নামদের মধ্যে ছিলেন না জুড বেলিংহ্যামও।