ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে সেভাবে দাঁড়াতেই দিলেন না জং চিংওয়ান। সরাসরি সেটে জিতে প্যারিস অলিম্পিকস টেনিসের নারী এককে সোনার পদক জিতলেন তিনি, গড়লেন অনন্য কীর্তি। রোলাঁ গাঁরোয় শনিবারের রাতে ফাইনালে ভেকিচকে ৬-২, ৬-৩ গেমে হারান ষষ্ঠ বাছাই ২১ বছর বয়সি চীনের চিংওয়ান। আর চীনের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিক টেনিসের এককে সোনা জয়ের কীর্তি গড়লেন তিনি।
গত অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ চিংওয়ান সেমিফাইনালে সরাসরি সেটে হারান ফরাসি ওপেনের টানা তিনবারের চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ইগা শিয়াওতেককে। এতে রোলাঁ গাঁরোয় শিয়াওতেকের টানা ২৫ ম্যাচ জয়ের যাত্রাও থেমে যায়। পোলিশ এই তারকা শুক্রবার স্স্নোভাকিয়ার আনা ক্যারোলিনাকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে জিতে নেন ব্রোঞ্জ পদক।
এক ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-৩ গেমে জিতে সোনা গলায় ঝুলালেন চিংওয়ান। রৌপ্য পেয়েছেন ভেকিচ। প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে একক টেনিসে কোনো পদক পেলেন তিনি। মেয়েদের এককে চীনের এটাই প্রথম অলিম্পিক পদক এবং টেনিসে সবমিলিয়ে দ্বিতীয় সোনা। চীনের লি তিং এবং সুন তিয়ানতিয়ান ২০০৪ এথেন্স গেমসে মেয়েদের দ্বৈতে স্বর্ণপদক পেয়েছিলেন।