ফ্রান্সকে হারিয়ে সেমিতে ব্রাজিল
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
অবিস্মরণীয়। প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে জাপানের কাছে গ্রম্নপ পর্বের দ্বিতীয় ম্যাচে হারের পর যে ব্রাজিলকে অনেকে নকআউটেই ভাবতে পারেনি, তারাই উঠে গেল সেমিফাইনালে। তাও আবার স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে। শনিবার রাতে কিংবদন্তি ফুটবলার মার্তাকে ছাড়া কোয়ার্টার ফাইনালে ফরাসি মেয়েদের বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে সেলেসাওরা।
কাঙ্ক্ষিত এই জয়ে অলিম্পিকের স্বপ্ন বেঁচে রইল ব্রাজিলিয়ান তারকা মার্তার। গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে লালকার্ড দেখেছিলেন মার্তা। যে কারণে ফরাসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ব্রাজিল জয় পাওয়ায় অলিম্পিকের সেমিতে খেলার সুযোগ পাচ্ছেন ৬ বারের বর্ষসেরা এই নারী ফুটবলার।
অপরদিকে গ্রম্নপ পর্বেই কানাডা নারী ফুটবল দলকে ড্রোন কেলেঙ্কারির ঘটনায় ৬ পয়েন্ট জরিমানা করেছিল ফিফা। জরিমানার সেই পয়েন্ট শোধ করেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল দেশটি। তবে কানাডার বীরোচিত সেই যাত্রা থেমে গেল কোয়ার্টারেই। জার্মানির বিপক্ষে গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আগের দিন স্পেনের কাছে হেরে পুরুষ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল এশিয়ার পরাশক্তি জাপান। একদিন পর যুক্তরাষ্ট্রের কাছে হেরে নারী ফুটবল থেকেও বিদায় নিল জাপান। দুই ইভেন্ট থেকে জাপানের বিদায়ে প্যারিস অলিম্পিক গেমস ফুটবলে এশিয়ার কোনো দলই থাকলো না। শনিবার রাতে নারী ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল গোলশূন্য। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় গোল করে সেমিফাইনালে উঠে যায় অলিম্পিকের চারবারের স্বর্ণজয়ী দেশ যুক্তরাষ্ট্র। ১০৫ মিনিটে গোল করেন ত্রিনিতি রদমান।
প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। তারা শেষ চারে আবারও মুখোমুখি হবে স্পেনের, যাদের কাছে হেরে গ্রম্নপ পর্ব শেষ করেছিল দলটি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও জার্মানি। স্পেনের কাছে ২-০ গোলে হারের ম্যাচে মার্তা লালকার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। ধারণা করা হয়েছিল, মেজর টুর্নামেন্টে এটাই তার শেষ ম্যাচ। কিন্তু তার ক্যারিয়ারকে শেষ হতে দিলেন না সতীর্থরা। সেমিফাইনালে আবারও মাঠে দেখা যাবে তাকে।