পাকিস্তান সফর সামনে রেখে গত মাসের শেষদিকে চট্টগ্রামে লাল ও সবুজ দলে ভাগাভাগি হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের খেলোয়াড়রা। এর আগে খেলেছিল দুই দিনের একটি ম্যাচ। এরপর গত শনিবার ঢাকার ক্যাম্পে যোগ দেন টাইগাররা। শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের স্ট্রেন্থ পরীক্ষা হয়। অনুশীলন হওয়ার কথা ছিল গতকাল রোববারও।
চলমান বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে গতকাল রোববার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন। সে কারণে অনুশীলন বাতিল করেছে বিসিবি। আপাতত শুধু গতকালের অনুশীলন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। বাকি সিদ্ধান্ত পড়ে জানানো হবে বলে জানা গেছে।
এদিকে প্রথম দিনের স্ট্রেন্থ টেস্টে অংশ নিয়েছেন ১৪ ক্রিকেটার। যাদের অধিকাংশই উত্তীর্ণ হয়েছেন, বাকিরাও ছিলেন বেঞ্চ মার্কের কাছাকাছি। সুখবর মিলেছে তাসকিনকে নিয়েও। বিসিবি ফিজিও বায়েজিদ আহমেদ জানান, সাদা পোষাকের জন্য পুরোপুরি ফিট টাইগার স্পিডস্টার।
প্রায় মাস দুয়েকের লম্বা বিরতি শেষে শুরু হচ্ছে আন্তর্জাতিক সার্কিটে ব্যস্ততা। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন পরখ করার কথা ছিল ফিটনেসের হালচাল। নামার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যঅন্ড ফিল্ডে। কিন্তু বেরসিক বৃষ্টি তা আর হতে দিল কই! শেষ পর্যন্ত হোম অব ক্রিকেটে রানিং বাদ দিয়ে হয়েছে শুধু স্ট্রেন্থ টেস্ট। ১৪ ক্রিকেটার দিয়ে বেঞ্চপ্রেস, স্কোডাট, চিনআপের পরীক্ষা। যেখানে লেটার মার্কস না হলেও পাস করেছেন সবাই, হয়েছে উন্নতিও।
বিসিবির ফিজিও বায়েজিদ আহমেদ বলেন, 'আমাদের তো গত কিছু দিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে এরপর গিয়েছিলাম। আর তার ফলোআপ টেস্টিং ছিল তো ফলোঅফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেন্থ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারিনি। স্ট্রেন্থ টেস্টটা করেছি সবাই মিলে। যারা যারা ছিল, তারা সবাই টেস্টে ছিল। টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।'
টাইগারদের অনুশীলনে আপাতত ছেদ টানল আন্দোলন। জাতীয় জীবনের অনিশ্চয়তা প্রভাব ফেলছে ক্রিকেটেও।