টেস্টের জন্য কতটা প্রস্তুত তাসকিন?

প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
কাঁধের চোটের কারণে বোলিং করতে গিয়ে সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। আর টেস্টে লম্বা সময় ধরে বোলিং করতে হয়, যার ফলে আরও বেশি চাপ নিতে হয় লাল বলে। এ কারণে অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে ফিরতে পারেন তাসকিন। আসন্ন এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে গত শনিবার ক্রিকেটাররা স্ট্রেংথ পরীক্ষা দিয়েছেন। যেখানে ছিলেন তাসকিনও। এই পেসারকে নিয়ে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, 'তাসকিনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। কিন্তু বিসিবির সিদ্ধান্ত তো এভাবে আসবে না।' শনিবার ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা 'ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট' এর পর সাংবাদিকদের তিনি বলেন, 'তাসকিন এতদিন টি২০ ফরম্যাটের জন্য খেলাধুলা করেছে। ওই সময় লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধের একটা ব্যাপার ছিল। আমরা বিশ্বকাপের সময় সেটা আবারও দেখিয়ে নিয়ে এসেছি।'-যোগ করেন তিনি। তাসকিনের টেস্ট খেলা নিয়ে এই ফিজিও বলেছেন, 'তাসকিনের যে ড্যামেজ ছিল, সেটার কোনো পরিবর্তন হয়নি। এটা নিয়ে কিন্তু একটা পেস্নয়ার খেলতে পারে। এটা নিয়ে সে যদি রিহ্যাভ ও ওয়ার্ক আউটগুলো কওে, তাহলে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে।' লম্বা স্পেলে বোলিং করার জন্য নতুন অভ্যাস গড়ে তুলতে হবে তাসকিনকে, 'টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড, লম্বা স্পেল করতে হয়। আস্তে আস্তে বিল্ডআপ করে এরপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি২০ খেলছে, এখন সে চেষ্টা করে দেখবে। সে যদি ভালো অনুভব করে, তাহলে সে ইনশাআলস্নাহ আবার টেস্ট খেলতে পারবে।' জাতীয় দলের জার্সিতে তাসকিন সবশেষ টেস্ট খেলেছেন গত জুনে। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। এরপর থেকে সাদা পোশাকের ক্রিকেটে খেলেননি এই তারকা পেসার।