সুইমিংপুলে তিনি নামছেন আর ডাঙায় উঠছেন সোনার পদক নিয়ে! সত্যিই তাই। প্যারিস অলিম্পিকে লিওঁ মার্শার চতুর্থবার সোনার হাসি হাসলেন এবং প্রতিবারই রেকর্ড গড়ে। তাইতো সপ্তাহটা স্বপ্নের মতো কেটেছে ফরাসি সাঁতারু মার্শার। পুলে তারই দাপট চলছে রীতিমতো। সর্বশেষ ২০০ মিটার ব্যক্তিগত মিডলিতে সেরা হয়ে নিশ্চিত করেছেন চতুর্থ সোনার পদক!
চারটি সোনা জিতে আবার কীর্তিও গড়েছেন তিনি। কিংবদন্তি মাইকেল ফেলপসের পর এক আসরে চারটি ব্যক্তিগত সোনা জিতেছেন। ফেলপস সেটা করেছিলেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে। মার্শা সোনা জিততে সময় নিয়েছেন ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড। ইতিহাসে যা দ্বিতীয় সেরা। তবে অলিম্পিক রেকর্ড। ব্রিটেনের ডানকান স্কট জিতেছেন রূপা আর চীনের ওয়াং শান জিতেছেন ব্রোঞ্জ।
এবার ২০০ মিটার ইনডিভিজু্যয়াল মিডলতে সোনা জয়ের পথে ভেঙেছেন মাইকেল ফেলপসের অলিম্পিকস রেকর্ড। এই তরুণ সাঁতারুর তুলনা শুরু হয়েছে দুই কিংবদন্তি ফেলপস ও মার্ক স্পিৎজের সঙ্গেও। শুক্রবার ফরাসিদের জন্য রাতটা ছিল স্মরণীয়। দর্শক সারিতে এ সময় থেকে উদযাপনে সঙ্গী ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২২ বছর বয়সি ফরাসি পোস্টার বয় মার্শার জন্যও সপ্তাহটা ছিল স্মরণ করে রাখার মতো, 'আমার মনে হয় এই সপ্তাহে ভুল কিছু হয়নি।'