বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সোনা জয়ের পর মিলল বিয়ের প্রস্তাবের আংটিও

ক্রীড়া ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
হুয়াং ইয়া কিয়ংকে আংটি পরিয়ে দিচ্ছেন লিউ ইয়ুচেন। দু'জনই চীনের ব্যাডমিন্টন দলের খেলোয়াড় -ওয়েবসাইট

ব্যাডমিন্টন খেলে কী পেতে পারেন? উত্তরে অনেক কিছু বলা যায়। সম্মান তো আছেই, এর পাশাপাশি বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট, সোনার পদক কিংবা প্রাইজমানিও মেলে। চীনের ব্যাডমিন্টন খেলোয়াড় হুয়াং ইয়া কিয়ংকে এখন এই প্রশ্ন করলে উত্তর খানিকটা ভিন্ন হতে পারে। তিনি বলতে পারেন, সোনার পদক, আংটি এবং জীবনসঙ্গী।

অলিম্পিকের ব্যাডমিন্টন মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে শুক্রবার রাতে দক্ষিণ কোরিয়ার কিম উন-হো এবং জিয়ং না-এয়ুন জুটিকে মাত্র ৪১ মিনিটে ২১-৮, ২১-১১ গেমে হারিয়ে সোনা জিতেন চীনের মিশ্র দ্বৈত জুটি হুয়াং ইয়া কিয়ং এবং ঝেং সিওয়েই। প্যারিস অলিম্পিকের ব্যাডমিন্টন ডিসিপিস্নন থেকে চীনের এই জুটি প্রথম সোনার পদকটি তুলে নেওয়ার পরই মধুর দৃশ্যটা মঞ্চস্থ হয়। আর সেই দৃশ্যের রচয়িতা চীনের ব্যাডমিন্টন দলের পুরুষ দ্বৈত জুটির খেলোয়াড় লিউ ইয়ুচেন।

হুয়াং এবং ঝেং পদক বুঝে নিয়ে বিজয় মঞ্চ থেকে নেমে লা চ্যাপেল অ্যারেনায় দর্শকদের সামনে ভিক্টরি ল্যাপ দেন। তখন এক কোণে দাঁড়িয়ে হুয়াংয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন লিউ ইয়ুচেন। তিন বছর আগে টোকিও অলিম্পিকে নিজের ইভেন্টে রুপাজয়ী এই খেলোয়াড় এবার প্যারিসে বিদায় নিয়েছেন গ্রম্নপ পর্ব থেকেই। তার আরেকটি পরিচয়, হুয়াংয়ের প্রেমিক। ভিক্টরি ল্যাপ শেষে হুয়াং কাছে আসতেই তাকে একটি ফুলের তোড়া উপহার দেন লিউ। হাসতে হাসতে তার চোখে তাকিয়ে হুয়াং সম্ভবত বুঝে ফেলেছিলেন কিছু একটা ঘটতে যাচ্ছে। মুখে লজ্জার আভা ফুটিয়ে হাত দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করেন। লিউও ততক্ষণে হাসিমুখে কিছু একটা বলতে বলতে পকেটে হাত ঢুকিয়ে বের করে আনেন ছোট্ট একটি সাদা বাক্স। হুয়াং তখন ডান হাত দিয়ে মুখ ঢাকার ব্যর্থ চেষ্টায় লজ্জায় যেন আড়ষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে