ড্রোন কান্ডের কানাডা ও বিবর্ণ ব্রাজিল শেষ আটে
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ড্রোন কেলেঙ্কারির ঘটনায় কানাডার নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা। এতে হুমকিতে পড়েছিল তাদের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন। কিন্তু সকল প্রতিবন্ধকতা দূর করে অবশেষে শেষ আটে নিজেদের নাম লিখেছে কানাডা। বুধবার রাতে গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে কানাডা। এতে ৩ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রম্নপ-এ তে রানার্সআপ হয়েছে তারা। সেমিফাইনালে ওঠার ম্যাচে শনিবার রাতে মার্শেইয়ে জার্মানির মুখোমুখি হবে কানাডা।
অপরদিকে মলিনতার খোলসে বন্দি ব্রাজিল গ্রম্নপ পর্বের শেষ ম্যাচেও পারেনি বৃত্ত ভাঙতে। বুধবার রাতে বোর্দোর ম্যাচে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় আজও অলিম্পিকে সোনা জিততে না পারা ব্রাজিলের মেয়েরা। তবে কানাডার মতো তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার-ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে তারাও।
সমান ৩ পয়েন্ট নিয়ে কলম্বিয়া গ্রম্নপ পর্বের খেলা শেষ করেছে তিনে থেকে। তারাও উঠেছে কোয়ার্টারে। তিন গ্রম্নপ থেকে তৃতীয় স্থানের সেরা দল হিসেবে কোয়ালিফাই করেছে কলম্বিয়া। তাদের সঙ্গে একইভাবে কোয়ালিফাই করেছে ব্রাজিলও। গ্রম্নপ পর্বের তিন ম্যাচের ৩টিতেই জিতেছে কানাডা। কলম্বিয়ার আগে নিউজিল্যান্ড ও ফ্রান্সকেও হারায় তারা। এতে কানাডার পয়েন্ট হওয়ার কথা ছিল ৯। হতে পারত গ্রম্নপ চ্যাম্পিয়নও। কিন্তু ফিফা জরিমানার ৬ পয়েন্ট কেটে নেওয়ায় তাদের পয়েন্ট হয়েছে ৩।
পয়েন্ট কর্তনে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে কানাডা আপিলও করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানেও। আগের রায় বহাল থেকেছে। তাই প্রথম দুই ম্যাচ জিতলেও পয়েন্ট ছিল শূন্য। কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা ধরে রাখতে বুধবার রাতে জয়ের বিকল্প ছিল না তাদের। ম্যাচের ৬২ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ভেনেসা গিলস।