২০৩৪ বিশ্বকাপ যে সৌদি আরবে হতে চলেছে তা আগেই একপ্রকার নিশ্চিত ছিল। কারণ সেই বিশ্বকাপের জন্য শুধু সৌদি আরবই বিড করেছিল। গত বুধবার এক সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ৫ শহরের ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৪৮ দলের ২০৩৪ বিশ্বকাপ।
সবকিছু ঠিক থাকলে ২০৩৪ সালে সৌদি আরব ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। প্রথমে সৌদি আরবের সঙ্গে ২০৩৪ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সম্মিলিতভাবে বিড করলেও পড়ে অস্ট্রেলিয়া সরে দাঁড়ায়। ফলে সৌদি আরবকে একমাত্র প্রার্থী হিসেবে ঘোষণা করে ফিফা।
এর আগে প্যারিসে এক অনুষ্ঠানে ২০৩৪ বিশ্বকাপের জন্য অফিসিয়ালভাবে ফিফার কাছে বিড জমা দেয় সৌদি আরব। ২৯ জুলাই প্যারিসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে বিড বই জমা দেন সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল।
বিডের দলিল অনুসারে, বিশ্বকাপের জন্য প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রয়েছে জেদ্দা, আল খোবার, আবহা এবং নিওম। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রিয়াদেই থাকবে ৮টি স্টেডিয়াম। প্রস্তাবিত স্টেডিয়ামগুলোর মধ্যে একটি হচ্ছে কিং সালমান স্টেডিয়াম। যার দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার। এই স্টেডিয়ামেই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে বিডের দলিল অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনের জন্য ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার ১৪টি স্টেডিয়াম থাকতে হবে। বর্তমানে সৌদিতে এতো দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম আছে মাত্র দুটি। সেগুলো হচ্ছে জেদ্দার কিং আবদুলস্নাহ স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম।
তাই বিশ্বকাপ আয়োজন করতে হলে যে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সৌদি আরবকে। এদিকে বিদেশি বিনিয়োগ বাড়াতে বড় বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন করার ইচ্ছা পোষণ করছে সৌদি আরব। ২০২৭ এশিয়ান কাপ, ২০২৯ এশিয়ান উইন্টার গেমসের পাশাপাশি ২০৩৪ সালের এশিয়ান গেমসও আয়োজনের জন্য মুখিয়ে আছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের প্রচন্ড গরম আবহাওয়ার কারণে শুরু থেকেই বিতর্ক ছিল ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে। তবে সবকিছু ভুল প্রমাণ করে সফল আয়োজনের মধ্য দিয়ে পুরো বিশ্বে তাক লাগিয়ে দেয় কাতার। এরপর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য উঠেপড়ে লাগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব। বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে ফুটবলে বিশাল বিনিয়োগ করে দেশটি। নিজেদের ঘরোয়া লিগের মান বাড়াতে চওড়া দামে ইউরোপ থেকে নামিদামি সব ফুটবলার দলে ভেড়ায় সৌদি ক্লাবগুলো। যার শুরুটা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে। এরপর দেশটিতে পাড়ি জমান করিম বেনজেমা, নেইমার জুনিয়র, সাদিও মানে, এনগোলো কান্তের মতো ফুটবলের মেগা স্টাররা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'ফিফার প্রতিটা সদস্যের বিশ্বকাপ খেলার অধিকার আছে যদি তারা কোয়ালিফাই করে। আর সামর্থ্য থাকলে যেকোনো দেশ বিশ্বকাপ আয়োজন করতে পারে। সেক্ষেত্রে তাকে ফিফার নির্দেশনা মানতে হবে। এখানে আমরা ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের জন্য ফরমাল অফিসিয়াল বিড গ্রহণ করেছি। ২০৩৪ সালের জন্য এখনো সময় আছে যে কোনো দেশ চাইলে বিড করতে পারে। এটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।'
এই বছরই অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস। সেখানে ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটি।