যুব সাফে সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য বাংলাদেশের
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
দুই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের অনুশীলন। এই দলের দায়িত্ব দেওয়া হয়েছে দেশসেরা কোচ মারুফুল হককে। বুধবার প্রথম দিনে ৩৪ সদস্যের দল নিয়ে অনুশীলন শুরু করেন এই কোচ। এএফসি ও সাফ এই দুই টুর্নামেন্টের মধ্যে আপাতত সাফেই নজর দিচ্ছে বাংলাদেশ। হাতে বেশ কয়েকদিন সময় থাকায় সাফে সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য বাংলাদেশের।
আগামী ১৮ আগস্ট থেকে নেপালে শুরু হতে যাচ্ছে 'সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ'। ৬ জাতির এ টুর্নামেন্ট চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এরপর যুবারা অংশ নেবে 'এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫' এর বাছাইপর্বে। এএফসির এই টুর্নামেন্ট হবে আগামী ২১-২৯ সেপ্টেম্বর ভিয়েতনামে। দুই টুর্নামেন্টেই বাংলাদেশের একই দল (অনূর্ধ্ব-২০) অংশ নেবে। তবে আপাতত প্রথম টুর্নামেন্ট যুব সাফেই নজর রাখছে দল। নেপালের দশরথ স্টেডিয়ামে ৬ দল দুই গ্রম্নপে অংশ নেবে। বাংলাদেশ আছে গ্রম্নপ 'এ'তে। ২০ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। এরপর ২২ আগস্ট বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।
বুধবার প্রথম দিনের অনুশীলনে বেশ চনমনে ছিলেন যুব ফুটবলাররা। যুব সাফে সবশেষ আসরে ভালো খেলেও ফাইনালে গিয়ে খেই হারিয়ে শিরোপা জেতা হয়নি যুবাদের। সে আক্ষেপ এবার ঘোচাতে চান গোলরক্ষক মোহাম্মদ আসিফ, 'গত টুর্নামেন্টে আমরা রানার্স আপ হয়েছিলাম। ওইটা ছিল বেশিরভাগ খেলোয়াড়ের প্রথম টুর্নামেন্ট। সবার এখন অভিজ্ঞতা হয়েছে। এ বছর আমাদের প্রত্যাশা সাফে চ্যাম্পিয়ন হওয়া।'
ক্লাব ফুটবলে বিরতি থাকায় অভিজ্ঞ কোচ মারুফুল হককে পেয়েছে যুব ফুটবলাররা। তার মতো কোচের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত সবাই। দলের ডিফেন্ডার ইমরান খান বলেন, 'তার (মারুফুল হক) সঙ্গে আগে কখনো কাজ করা হয়নি। এই প্রথম অনূর্ধ্ব-২০ জাতীয় দলে তাকে পেয়েছি। অবশ্যই তার দিকনির্দেশনা নিয়ে আমরা সাফে একটা ভালো কিছু করতে চাই।'
অনূর্ধ্ব-২০ দল:মেহেদী হাসান শ্রাবণ, মোহাম্মদ আসিফ, সোহানুর রহমান, ইসমাইল হোসেন মাহিন, ইমরান খান, আজিজুল হক অনন্ত, ইনসান হোসেন, গোলাম রাব্বী, শাকিল আহাদ তপু, কামাচাই মারমা, রাজীব হোসেন, রস্তম ইসলাম দুখু, রাকিব হোসেন, মোহাম্মদ রাতুল, সিরাজুল ইসলাম রানা, পারভেজ আহমেদ, মজিবুর রহমান জনি, চন্দন রায়, আসাদুল মোলস্না, হোসেন মোহাম্মদ আরিয়ান, আকমল হোসেন, রাজু আহমেদ জিসাদ, মহসিন আহমেদ, আশরাফুল হক আসিফ, রহমতুলস্নাহ জিসান, মোহাম্মদ আলমগীর, আসাদুল ইসলাম সাকিব, ইফতিয়ার হোসেন, রাব্বী হোসেন রাহুল, মুঈনুল ইসলাম, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, ইফতাসাফ রহমান জিদান এবং মোহাম্মদ নাজিম উদ্দীন।