শ্রীলংকার ওয়ানডে অধিনায়কও আসালাঙ্কা

প্রকাশ | ০১ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টি২০তে শ্রীলংকার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর ওয়ানডেতে একই ভূমিকায় কুসল মেন্ডিস। এই দুই লংকানকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বরে। এবার তাদের দুইজনের জায়গাতেই এলো পরিবর্তন। সাদা বলের দুই সংস্করণেই শ্রীলংকাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন চারিথ আসালাঙ্কা। গত টি২০ বিশ্বকাপের পর হাসারাঙ্গা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর সহ-অধিনায়ক থেকে পদোন্নতি হয় আসালাঙ্কার। এবার ওয়ানডেতেও কুসলের জায়গায় নেতৃত্বের ভার আসালাঙ্কার কাঁধে তুলে দিয়েছে দেশটির নির্বাচক প্যানেল। ফলাফল আসা আটটি ম্যাচে লংকানদের নেতৃত্ব দিয়ে ছয়টিতে জয় পেয়েছেন কুসল। ডানহাতি এই ব্যাটারের অধিনায়কত্বে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জিতেছিল লংকানরা। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছিল তার দল। মঙ্গলবার ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকা। শ্রীলংকার ওয়ানডে স্কোয়াড : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাধুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা ও আসিথা ফার্নান্দো।