বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফরের জন্য তিনটি ভিন্ন দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে 'এ' দল। চার দিনের দুই ম্যাচের জন্য আলাদা দল হলেও ওয়ানডে সিরিজের তিন ম্যাচের জন্য একটি স্কোয়াডই দিয়েছে বোর্ড।
'এ' দলটি গঠন করা হয়েছে সব পর্যায়ের ক্রিকেটারদের রেখে। অস্ট্রেলিয়ায় এইচপি দলে থাকা তরুণ ক্রিকেটারদের পাশাপাশি রাখা হয়েছে মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে, আছেন ক্যারিয়ারের মাঝপথে থাকা মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকারের মতো ক্রিকেটারও।
আর সবকিছু মিলিয়ে তরুণদের পাশাপাশি মোসাদ্দেক-সৌম্যদের জন্য এই সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। চট্টগ্রামের সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই নির্বাচক। তিনি বলেন,'আসলে পারফরম্যান্স দেখা হয়েছে, কিছু ক্রিকেটার আছে যাদের সুযোগ দরকার। যেহেতু আমাদের এক সঙ্গে কয়েকটা খেলা পাওয়া যাচ্ছে 'এ' টিমের জন্য, আসলে এটা আমদের পেস্নয়ারদের জন্য বড় সুযোগ। যেমন তরণদের জন্য, তেমন যারা মাঝপথে আছে তাদেরও অনুশীলনের দরকার, সেসব ক্রিকেটারদের জন্য।' আগামী ৬ অগাস্ট 'এ' দলের দেশ ছাড়ার কথা রয়েছে। ইসলামাবাদে ১০ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। একই মাঠে ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। চার দিনের ম্যাচ শেষে
২৩, ২৫ ও ২৭ আগস্ট এক দিনের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ
'এ' দল। এই ম্যাচগুলোও হবে ইসলামাবাদে।
পাকিস্তান সফরের আগে 'এ' দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে চলতি মাসের মাঝ থেকে চট্টগ্রামে চলছে প্রস্তুতি ক্যাম্প। অনুশীলন শেষে এখন নিজেদের মধ্যে ভাগ হয়ে ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছেন। এ ছাড়া এইচপির অস্ট্রেলিয়া সফরে চার দিনের ম্যাচ শেষ হলেও বাকি আছে ওয়ানডে ও টি২০।
বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, 'এইচপি আমাদের মিক্স-আপ টিম। ওখান (এইচপি) থেকেও কিছু ক্রিকেটার আমাদের এখানে আছে। এরকম না যে ওখানে যারা আছে তারা ওখানেই আছে।'