সিন নদীর দূষণের কারণে ট্রায়াথলন স্থগিত
প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিকে ছেলেদের ট্রায়াথলনের সুইমিংয়ের মঞ্চ রাখা হয়েছিল সিন নদী। সূচি অনুযায়ী যদিও সুইমিং আয়োজন করা যায়নি। ফ্রান্সের নদীটিতে দূষণের মাত্রা বেড়ে গেছে। মঙ্গলবারের কার্যক্রম তাই স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ট্রায়াথলন কমিটি। আজ বুধবার সুইমিং আয়োজনের কথা ভাবছে কর্তৃপক্ষ।
অলিম্পিকের আয়োজকদের জন্য এটি নিশ্চিতভাবেই বড় এক ধাক্কা। অ্যাথলেটরাও পড়ে গেলেন অনিশ্চয়তায়। সাঁতার, সাইক্লিং ও দৌড়- এই তিনটির লড়াই মিলে হয় ট্রায়াথলন। বিভিন্ন প্রতিযোগিতায় দূরত্ব থাকে ভিন্ন। অলিম্পিকের ট্রায়াথলনে সাঁতার থাকে দেড় কিলোমিটার, এরপর ৪০ কিলোমিটার সাইক্লিং এবং ১০ কিলোমিটার থাকে দৌড়। গত শুক্র ও শনিবার প্যারিসে প্রবল বৃষ্টিপাতের কারণে সিন নদীর পানি নোংরা হয়েছে বলে জানায় আয়োজকরা।
এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে হয়েছিল। যেটির মূল মঞ্চ ছিল সিন নদী। আইফেল টাওয়ারের পাশের নদীটি ঘিরে আয়োজকদের পরিকল্পনা বিস্তৃত ছিল। যদিও ট্রায়াথলনে সুইমিংয়ের ভেনু্য হিসেবে সেটির নাম যখন ঘোষণা করা হয়, তখন থেকেই শুরু হয়েছে বিতর্ক। ঐতিহাসিকভাবে সিন নদীর পানি দূষিত হয়ে থাকে। ১৯২৩ সালে নদীটিতে সাঁতার কাটা নিষিদ্ধ করে দেওয়া হয়। ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে বলে পানি নিরাপদ হবে না। এজন্য সেখানে সুইমিং আয়োজনের সমালোচনা করেছিলেন অনেকে। তবে ১.৪ বিলিয়ন ইউরো খরচ করা হয়েছে এই নদীর পানি স্বাভাবিক রাখতে।
২০২৪ অলিম্পিক গেমস শুরুর আগেও দ্বিধা ছিল। শেষ পর্যন্ত প্যারিস শহরের মেয়র এনি হিদালগো সেনে নেমে পড়েছিলেন সাঁতার কাটতে। নদীটি নিরাপদ, সে বার্তাই দিতে চেয়েছিলেন তিনি। ট্রায়াথলনের সুইমিংয়ের প্রথম ইভেন্ট ছিল মঙ্গলবার দুপুরে। কিন্তু আগের দুই দিনের বৃষ্টি বাগড়া বাধিয়েছে। বৃষ্টির কারণে শহরের অতিরিক্ত পানি জমা হয় সিন নদীতেই। যে কারণে আবার ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে গেছে। পরীক্ষা করে দেখা গেছে, উচ্চ মাত্রায় ব্যাকটেরিয়া থাকায় সুইমিং আয়োজনের জন্য নিরাপদ নয় সিন। এ কারণে স্থগিত করে দেওয়া হয়েছে ট্রায়াথলনে পুরুষদের সুইমিং। যেটি বুধবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে সেদিনও তা করা সম্ভব না হতে পারে। সে ক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে সুইমিং। ট্রায়াথলনে সুইমিংয়ের সঙ্গে রানিং ও সাইক্লিং থাকে। সুইমিং আয়োজন সম্ভব না হলে বাকি দুটি খেলা দিয়েই ফলাফল নির্ধারিত হবে।
সিন নদীর দূষণ নিয়ে আলোচনা হয়ে আসছে অনেক আগে থেকেই। প্যারিস অলিম্পিকসের জন্য নদীর বর্জ্য জল পরিকাঠামোর পেছনে ১৪০ কোটি ইউরো খরচ করা হয়েছে। প্যারিসের মেয়র ৬৫ বছর বয়সি আন ইদালগো নিজে এখানে সাঁতার কেটে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তবে শঙ্কাটা ছিলই। বিশেষ করে, ট্রায়াথলনের দিনে পানি কতটা উপযুক্ত থাকবে, সেই অনিশ্চয়তা সবসময়ই ছিল। কারণ পানির দূষণের মাত্রা একেক দিনে থাকে একেকরকম। বৃষ্টি হলে নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও প্রবলভাবে বাড়ে।