ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন মানু ভাকের
প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ভারতের স্বাধীনতা পরবর্তী যুগে ইতিহাস গড়েছেন দেশটির শুটিং সেনসেশন মানু ভাকের। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের এক আসরে দুটি পদক জিতেছেন তিনি!
১০ মিটার এয়ার পিস্তলের
ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে আগেই শিরোনাম হয়েছেন তিনি। এবার ব্রোঞ্জ জিতেছেন ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলীয় ইভেন্টে। যেখানে তার সঙ্গী ছিলেন
সারাবজৎ সিং।
দুজনের জুটি ১৬-১০ ব্যবধানে কোরিয়ান জুটিকে পরাস্ত করেন। ব্যাডমিন্টন গ্রেট পিভি সিন্ধুর পর দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে দুটি অলিম্পিক পদক জয়ের কীর্তি গড়েছেন মানু। তবে প্রথম ভারতীয় নারী অ্যাথলেট হিসেবে এক আসরে জিতলেন একাধিক পদক।