৭৯ জনে ৬৯তম হয়ে বাংলাদেশের সাঁতারু সামিউলের বিদায়

প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম রাফি -ওয়েবসাইট
সাঁতারে ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় হিটে ৮ জনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। ছয় নম্বর লেনে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন তিনি। গেমসের চতুর্থ দিনে মঙ্গলবার প্যারিসের লা ডিফেনস অ্যারেনায় বাংলাদেশ সময় বিকাল ৩টা ২১ মিনিটে রাফি হিটে অংশ নেন। ১৯ বর্ষী সাঁতারু যে সময়ের মধ্যে সাঁতার শেষ করেছেন, তাতে অলিম্পিক অভিযান থেমে গেছে তার। সব মিলিয়ে এই ইভেন্টে ১০টি ভিন্ন ভিন্ন হিটে প্রতিদ্বন্দ্বিতা করা ৭৯ জন সাঁতারুর মধ্যে দ্রম্নততম সময়ে সাঁতার শেষ করা ১৬ জন পাবেন সেমিফাইনালের টিকিট। এ বছর দোহায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ফ্রি-স্টাইল ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে যথাক্রমে ২৫.৪৭ ও ৫৮.৯৫ সেকেন্ড টাইমিংয়ে সাঁতার শেষ করেছিলেন রাফি। অলিম্পিকে পদক জেতা বাংলাদেশের জন্য আকাশ-কুসুম কল্পনার মতোই। তাই নিজের সেরা টাইমিং করার প্রত্যয় নিয়ে প্যারিসে যান রাফি। সেই লক্ষ্যে তিনি সফলই বলা যায়। এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলে তার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। অলিম্পিকে গিয়ে গতকাল ৫৩.১০ সেকেন্ডে রেস শেষ করেন তিনি। এদিকে আজ বুধবার আর্চারিতে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে ইতালির মাউরো নেসপোলির মুখোমুখি হবেন সাগর ইসলাম। বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি জায়গা করে নেন তিনি। অলিম্পিকে বাংলাদেশের তেমন কোনো স্বপ্ন নেই। কারণ সেখানে বিশ্বসেরা সব ক্রীড়াবিদদের সঙ্গে লড়াই করার মতো সক্ষমতা এখনো তৈরি হয়নি বাংলাদেশের। তবে আর্চার সাগর ইসলাম প্যারিস অলিম্পিকে সরাসরি অংশ নিচ্ছেন নিজ যোগ্যতাবলে। তার ওপরই সব আশা-প্রত্যাশা। অবশেষে আজ মাউরো নেসপোলির বিপক্ষে লড়াই করতে নামতে যাচ্ছেন সাগর। গতবারের অলিম্পিকে রুপা জিতেছিলেন নেসপোলি। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। তবে কয়েকটি ইভেন্টের খেলা আগেই শুরু হয়ে গিয়েছিল। আর্চারিতে রিকার্ভ এককেরর্ যাংকিং রাউন্ড সম্পন্ন হয়ে গেছে। যের্ যাংকিংয়ের ওপর ভিত্তি করে প্রতিপক্ষ নির্ধারিত হয়। বাংলাদেশের আর্চার সাগর ইসলাম ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়ে পড়েছেন কঠিন প্রতিপক্ষের সামনে। অলিম্পিকে রুপাজয়ী আর্চারের সঙ্গে তাকে লড়াইয়ে নামতে হচ্ছে।র্ যাংকিং রাউন্ডে সাগর মোট ৭২০ স্কোরের মধ্যে ৬৫২ স্কোর করেছিলেন। সেরা ৩২-এ যাওয়ার লড়াইয়ে বাংলাদেশি আর্চারকে মুখোমুখি হতে হবের্ যাংকিং রাউন্ডে ২০তম হওয়া মাউরো নেসপোলির। গত টোকিও অলিম্পিকে ইতালির এই ক্রীড়াবিদ জিতেছিলেন রুপা। এবারের অলিম্পিকের্ যাংকিং রাউন্ডে তার স্কোর ছিল ৬৭০। ৩ আগস্ট মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পুলে নামবেন সোনিয়া খাতুন। একইদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার কথা রয়েছে ইমরানুর রহমানের। রাফির মতো এর আগে গত রোববার হিটেই বাদ পড়েন শুটার রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জন শুটারের মধ্যে ৬২৪.২ স্কোর নিয়ে তার অবস্থান ছিল ৪৩তম।