বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সাফ-এএফসি সামনে রেখে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু

ক্রীড়া প্রতিবেদক
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
সাফ-এএফসি সামনে রেখে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু

আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বড় দু'টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। টুর্নামেন্ট দু'টি হলো 'সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ-২০২৪' এবং 'এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ কোয়ালিফায়ার্স'। উক্ত দুই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাফুফের 'এলিট একাডেমিতে' শুরু হয়েছে দলটির আবাসিক ক্যাম্প।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ১৮ আগস্ট নেপালে। দশরথ স্টেডিয়ামে দুই গ্রম্নপে অংশ নিবে দক্ষিণ এশিয়ার ৬ দেশ। বাংলাদেশ পড়েছে গ্রম্নপ 'এ'তে। যেখানে তাদের সঙ্গী হয়েছে শ্রীলংকা ও নেপাল। গ্রম্নপ 'বি'তে ভারত, মালদ্বীপ ও ভুটান। ১৮ আগস্ট শ্রীলংকা ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৯ আগস্ট ভুটানের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের সাফ মিশন শুরু হবে ২০ আগস্ট শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২১ আগস্ট মালদ্বীপ-ভুটানের ম্যাচ। ২২ আগস্ট বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। ২৩ আগস্ট মুখোমুখি হবে ভারত-মালদ্বীপ। গ্রম্নপ পর্ব শেষে একদিন বিরতি দিয়ে ২৫ আগস্ট প্রথম সেমিফাইনালে 'এ' গ্রম্নপের চ্যাম্পিয়ন দল খেলবে গ্রম্নপ 'বি' রানার্স আপের বিপক্ষে। ২৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে গ্রম্নপ 'বি'র চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে গ্রম্নপ 'এ'র রানার্স আপ। ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট শেষ করে এশিয়া অঞ্চলের বয়সভিত্তিক টুর্নামেন্ট 'এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫'-এর বাছাইপর্বে অংশ নিবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এশিয়ান কাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। আসন্ন এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে ৩৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডাক পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২০ প্রাথমিক দলের খেলোয়াড়েরা হলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, মোহাম্মদ আসিফ, সোহানুর রহমান এবং ইসমাইল হোসেন মাহিন। ডিফেন্ডার ইমরান খান, আজিজুল হক অনন্ত, ইনসান হোসেন, গোলাম রাব্বী, শাকিল আহাদ তপু, কামাচাই মারমা, রাজীব হোসেন, রস্তম ইসলাম দুখু, রাকিব হোসেন, মোহাম্মদ রাতুল, সিরাজুল ইসলাম রানা এবং পারভেজ আহমেদ। মিডফিল্ডার মজিবুর রহমান জনি, চন্দন রায়, আসাদুল মোলস্না, হোসেন মোহাম্মদ আরিয়ান, আকমল হোসেন, রাজু আহমেদ জিসাদ, মহসিন আহমেদ, আশরাফুল হক আসিফ, রহমতুলস্নাহ জিসান, মোহাম্মদ আলমগীর, আসাদুল ইসলাম সাকিব এবং ইফতিয়ার হোসেন। ফরোয়ার্ড রাব্বী হোসেন রাহুল, মুঈনুল ইসলাম, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, ইফতাসাফ রহমান জিদান এবং মোহাম্মদ নাজিম উদ্দীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে