বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

জয়ের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
জয়ের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

দ্বিতীয় ইনিংসে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না জিম্বাবুয়ে। গুটিয়ে যায় মাত্র ১৯৭ রানে। তাতে মাত্র ১৫৮ রানের লক্ষ্য দাঁড়ায় আয়ারল্যান্ডের। কিন্তু স্বল্প এই পুঁজিকেও আইরিশদের জন্য কঠিন করে দিয়েছেন জিম্বাবুয়ে পেসার রিচার্ড এনগারাভা। তার বোলিং তোপে একমাত্র টেস্টের মোড় নাটকীয়ভাবে ঘুরে গেছে। জয়ের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। আইরিশরা ২১ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। ৮ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা। আইরিশদের জয়ের জন্য প্রয়োজন ১২৫ রান। অন্যদিকে জিম্বাবুয়ের দরকার আর ৫ উইকেট।

এর আগে, ১২ রানে বিনা উইকেটে দিন শুরু করলেও আইরিশ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের দারুণ ঘূর্ণিতে ১৯৭ রানের বেশি স্থায়ী হয়নি সফরকারীদের দ্বিতীয় ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে