প্যারিস অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেন বাংলাদেশের শু্যটার রবিউল ইসলাম। কিন্তু বাছাইপর্বের গন্ডি পেরুতে পারেননি তিনি। মোট ৪৯ জন প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়ে বিদায় নিয়েছেন তিনি।
১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন চীনের শিয়ে ইউ। এই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জের দুটি পদকই জিতেছে ইতালি। রুপা জিতেছেন ফেদেরিকো নিলো মালদিনি আর ব্রোঞ্জ মোন্না পাওলো।
শাতুহু শুটিং সেন্টারে গতকাল রোববার বিকালে অনুষ্ঠিত বাছাইপর্বে তিনি স্কোর করেন ৬২৪.২। অন্যদিকে বাছাইপর্বে সেরা হওয়া চীনের লিহাও শেংয়ের স্কোর করেন ৬৩১.৭। সমান স্কোর করে দ্বিতীয় হন আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজ। বাছাইপর্বের সেরা আটজন শু্যটার লড়ছেন পদক জয়ের লড়াইয়ে।
অবশ্য প্যারিসে যাওয়ার আগে সেরা আট তথা ফাইনাল খেলার স্বপ্নের কথা বলেছিলেন রবিউল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তার।
প্যারিস অলিম্পিকে শুটিং ডিসিপিস্ননের খেলা হচ্ছে ভিন্ন শহরে। প্যারিস থেকে শুটিংয়ের ভেনু্য সাথিউরক্সের দূরত্ব শ'খানেক কিলোমিটারের বেশি। তাই সেখানে আলাদা ছোট্ট ভিলেজ গড়ে উঠেছে। ঐ ভিলেজে রবিউল ও তার ইরানি কোচ থাকেন। বাংলাদেশের অন্য অ্যাথলেটরা থাকছেন প্যারিসের গেমস ভিলেজে।
বাংলাদেশের মাত্র পাঁচ জন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিকে খেলছেন। গেমসের উদ্বোধনের আগের দিনই মাঠে নেমেছন আরচ্যার সাগর ইসলাম। রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টেরর্ যাংকিং রাউন্ডে তিনি ৪৫তম হয়েছেন। ৩১ জুলাই ১/৩২ স্টেজে তার প্রতিপক্ষ ইতালির মাউরো নাসপলি। যিনি টোকিও অলিম্পিকে রৌপ্যপদক ও বিশ্ব আরচ্যারির অনেক পদক জয় করেছেন।
এমন প্রতিপক্ষের বিপক্ষে সাগরকে তৈরি করছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তিনি বলেন, 'সাগরের প্রতিপক্ষ বিশ্বের সেরা আরচ্যারদের একজন। আমাদের সাগরও যোগ্যতা অর্জন করে এখানে এসেছে।'