বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর ৫ লাখ ইউরোর সম্পদ চুরি

ক্রীড়া ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর ৫ লাখ ইউরোর সম্পদ চুরি

অনুশীলন ক্যাম্পে আর্জেন্টিনা ফুটবল দল ডাকাতির শিকারের খবরের মধ্যে এবার এলো বড় রকমের চুরির তথ্য। প্যারিসে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোর ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। ট্যাক্সি থেকে চুরি যাওয়া সাবেক খেলোয়াড়ের ব্যাগের ভেতর ছিল পাঁচ লাখ ইউরোর সমপরিমাণ সম্পদ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছয় কোটি ৩৮ লাখ টাকারও বেশি।

ব্রাজিল অলিম্পিক দলের অতিথি হিসেবে প্যারিসে অবস্থান করছেন জিকো। প্যারিসের স্থানীয় এক দৈনিক পত্রিকায় বলা হয়, শুক্রবার সন্ধ্যায় গাড়ি নিয়ে তিনি এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। গাড়ির জানালা খোলা রাখা অবস্থায় তার ব্যাগ চুরি হয়।

৭১ বর্ষী প্রাক্তন ফ্ল্যামেঙ্গো ফরোয়ার্ডের ব্যাগে নগদ টাকা, ঘড়ি এবং হীরার গহনা ছিল। ফরাসি পুলিশের কাছে জিকো অভিযোগ দায়ের করেছেন। এক বার্তা সংস্থা সূত্রের বরাতে জানিয়েছে, চুরি যাওয়া সম্পদের পরিমাণ এত বেশি নয়।

এর আগে ছেলেদের ফুটবল ইভেন্টে মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন ক্যাম্পে আর্জেন্টিনা দল ডাকাতির শিকার হয়েছিল। ডাকাতি হওয়া জিনিসপত্রের ভেতর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার থিয়াগো আলমাদার ঘড়ি ও আংটিসহ সবকিছু ছিল। ক্ষতির পরিমাণ ৫০ হাজার ইউরো।

ছেলেদের ফুটবল ইভেন্টে দুইবারের স্বর্ণজয়ী আলবিসেলেস্তেদের প্রতিনিধিদল লিওনে পুলিশের কাছে ঘটনায় অভিযোগ দায়ের করেছে। নিকটবর্তী সেন্ট-এতিয়েনের প্রসিকিউটর অফিস গত বৃহস্পতিবার তথ্যটি জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে