প্যারিস অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের লড়াই আজ থেকে

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
কিছুটা অদ্ভুত, অধিকাংশ চোখ ধাঁধানো, কিছুটা ভেজা আর পুরোপুরি স্মরণীয় একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক গেমস। ইতিহাস গড়ে এবারই প্রথম কোনো স্টেডিয়ামের বাইরে নদীতে হলো অলিম্পিকের উদ্বোধনী -ওয়েবসাইট
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। ভালোবাসার শহরে শুরু হওয়া এবারের অলিম্পিক আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫জন ক্রীড়াবিদ। পাঁচ ক্রীড়াবিদের মধ্যে যোগ্যতার ভরে প্যারিসের বিমানের উঠেছেন কেবল অ্যার্চার সাগর ইসলাম। বাকি চারজন গেমসে অংশ নেবেন আইওসি'র ওয়াইল্ডকার্ড নিয়ে। ৩১ জুলাই মূল পর্বে লড়াই করবে সাগর। রিকার্ভ এককের র?্যাংকিং রাউন্ডে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন সাগর। তিনি স্কোর করেছেন ৬৫২। তার প্রতিপক্ষ ইতালির অ্যার্চার ৬৭০ স্কোর করে হয়েছেন ২০তম। সাগরের আগে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন রবিউল ইসলাম। তার ইভেন্ট ২৮ জুলাই দুপুর ১টা ১৫ মিনিট। এরপর ৩০ জুলাই ১০০ মিটার ফ্রিস্টাইলের বাছাইয়ে দুপুর ৩টায় পুলে নামবেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৩ আগস্ট দুপুর ৩টায় খেলবেন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে। এছাড়াও ৪ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন দেশের দ্রম্নততম মানব ইমরানুর রহমান।