আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডেভিড ওয়ার্নার অবসর নিয়ে ফেলেছেন। চলিস্নশের কাছাকাছি বয়স হয়ে যাওয়ায় একেবারেই যে, ফুরিয়ে গেছেন তেমন নয়। তাইতো অবসর ভেঙে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি। সেটা শুধু আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ওয়ার্নার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগ্রহের কথা আগেও জানিয়েছিলেন। নতুন করে আবারও সেই আগ্রহের কথা জানালেন ইনস্টগ্রামে।
জানুয়ারিতে টেস্টকে বিদায় বলা ওয়ার্নার টি২০ ক্রিকেটকে বিদায় বলেছেন টি২০ বিশ্বকাপের পর। ওয়ানডেকেও বিদায় বলেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। তার পরেও অস্ট্রেলিয়ার প্রয়োজনে ৫০ ওভারের ফরম্যাটে অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে আবার ফিরতে চান তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নিজের ভবিষ্যতের কথা তুলে ধরে ওয়ার্নার বলেছেন, আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন, 'দীর্ঘ পরিসরে এতদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতাটা অবিশ্বাস্য। অস্ট্রেলিয়াই ছিল আমার দল। আমার ক্যারিয়ারের বড় অংশই ছিল আন্তর্জাতিক পর্যায়ের। সেখানে খেলতে পারাটা ছিল গর্বের।' ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে ওয়ার্নার তার পর একপর্যায়ে বলেছেন, 'কিছু সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চাই। পাশাপাশি সুযোগ পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে চাই আমি।'
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে। তার পর নভেম্বর যাবে পাকিস্তান। সেখানে টপ অর্ডারের জন্য নতুন প্রজন্মের প্রতিভার দিকেই তাকিয়ে থাকবে অজিরা। তাই ওয়ার্নারের এমন চাওয়া শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কিনা সেটাই দেখার।
ওয়ানডেকে বিদায় বলা ওয়ার্নারের সংগ্রহ ৬ হাজার ৯৩২ রান। গড় ৪৫.৩০। আছে ২২টি সেঞ্চুরি। অজিদের হয়ে এই ফরম্যাটে সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় রিকি পন্টিংয়ের পরেই তার অবস্থান। ওয়ানডেতে পন্টিংয়ের সেঞ্চুরি ৩০টি।