সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ আগস্টে

প্রকাশ | ২১ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১৬:০৯

ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৮ আগস্ট থেকে নেপালে শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ। দশরথ স্টেডিয়ামে দুই গ্রম্নপে অংশ নিবে ৬ দেশ। গ্রম্নপ 'এ'তে আছে বাংলাদেশ ও শ্রীলংকা ও নেপাল। গ্রম্নপ 'বি'তে ভারত, মালদ্বীপ ও ভুটান। ১৮ আগস্ট শ্রীলংকা ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৯ আগস্ট ভুটানের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের সাফ মিশন শুরু হবে ২০ আগস্ট শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২১ আগস্ট মালদ্বীপ-ভুটানের ম্যাচ। ২২ আগস্ট বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। ২৩ আগস্ট মুখোমুখি হবে ভারত-মালদ্বীপ। গ্রম্নপ পর্ব শেষে একদিন বিরতি দিয়ে ২৫ আগস্ট প্রথম সেমিফাইনালে 'এ' গ্রম্নপের চ্যাম্পিয়ন দল খেলবে গ্রম্নপ 'বি' রানার্স আপের বিপক্ষে। পরদিন (২৬ আগস্ট) দ্বিতীয় সেমিফাইনালে গ্রম্নপ 'বি'এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে গ্রম্নপ 'এ'র রানার্স আপ। ২৮ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে বয়সভিত্তিক এই সাফ টুর্নামেন্টের।