ইউরো চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরে ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে ১২ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচিয়েছে তাদের। স্পেনের এবারের শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রদ্রি। আসরজুড়ে মাত্র একটি গোল করলেও সফল পাস দিয়েছেন ৪১১টি। এসব পরিসংখ্যানই তাকে এবারের ইউরোর সেরা খেলোয়াড় বানিয়েছে। জিতেছেন গোল্ডেন বল।
এদিকে স্পেনের উইঙ্গার বিস্ময় বালক লামিন ইয়ামাল জিতেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সবচেয়ে কম বয়সে বিশ্ব ফুটবলের মেজর কোনো শিরোপা জিতেছেন তিনি। ভেঙেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিনে বিশ্বকাপ জেতার রেকর্ড। ইয়ামাল জিতেছেন মাত্র ১৭ বছর ১ দিনে।
অপরদিকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৩ বছর শিরোপা খরায় ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬তম শিরোপা জিতেছে।
এবার দুই মহাদেশীয় ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা। কোপা আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম 'ফিনালিসিমা'। সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহাদেশীয় লড়াই শেষ হওয়ার পর এবার ফিনালিসিমা লড়াইয়ের জন্য অপেক্ষা।
কনমেবল ও উয়েফা ইতোমধ্যেই এটা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে। তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর।
২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা। যদিও তারিখের মতো ভেনু্যও ঠিক হয়নি।
ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ওয়েম্বলি। যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয়। ফিফার দৃষ্টিতে তা অন্য দশটা সাধারণ প্রীতি ম্যাচের মতোই।
২০২২ সালের আগে কেবল দু'টি ফিনালিসিমার ম্যাচ হয়েছিল। এর আগে ১৯৮৫ এবং ১৯৯৩ সালে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথম আসরে খেলেছিল ফ্রান্স ও উরুগুয়ে। দ্বিতীয় আসরে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ডেনমার্ক।
কাতার বিশ্বকাপের আগে মাঠে গড়িয়েছিল দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াই। লা ফিনালিসিমা নামের সে লড়াইকে জমিয়ে দিয়েছিল ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপের উক্তি। দক্ষিণ আমেরিকার দলগুলো ইউরোপিয়ান দলের চেয়ে পিছিয়ে- এমবাপের এমন কথায় লাতিনদের দেখিয়ে দেওয়ার ছিল অনেক কিছু। শ্রেষ্ঠত্বের সেই লড়াই জিতে আর্জেন্টিনা মাস ছয়েক পর এমবাপের ফ্রান্সকে হারিয়েই জিতেছিল বিশ্বকাপ।
ফুটবলের পাওয়ার হাউজ বলা হয় ইউরোপকে। আর দক্ষিণ আমেরিকার খ্যাতি বিশ্বসেরা ফুটবলারদের আঁতুড়ঘর হিসেবে। এই দুই মহাদেশের মধ্যকার শ্রেষ্ঠত্বের লড়াই লা ফিনালিসিমা। ২০২২ সালের জুনে লা ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল আগের বছর কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি। সেই ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়নদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এমবাপেকে মোক্ষম জবাব দিয়েছিল আর্জেন্টিনা।
লাতিনদের শ্রেষ্ঠত্বের ঝান্ডা পরে বিশ্বকাপেও উড়িয়েছে আর্জেন্টিনা। এবার নতুন করে বাজছে লা ফিনালিসিমার দামামা। ইউরোপের নতুন চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই দুই দল আগামী বছর মুখোমুখি হবে লা ফিনালিসিমায়।
লা ফিনালিসিমা এবার আকর্ষণ ছড়াচ্ছে এক দ্বৈরথের সম্ভাবনাকে সামনে রেখে। স্পেনের জার্সিতে এবারের ইউরো মাতানো তরুণ তারকা লামিনে ইয়ামালের ও কিংবদন্তি লিওনেল মেসির দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে সবাই। বার্সেলোনার তরুণ ফুটবলারদের একাডেমি লা মাসিয়া বিখ্যাত সেরা সব ফুটবলারের আঁতুড়ঘর হিসেবে। মেসি আজকে যে অবস্থানে তার পেছনে বড় অবদান লা মাসিয়ার। একাডেমিটির ইতিহাসের সেরা ছাত্র তিনিই। ফুটবলে বার্সেলোনার শ্রেষ্ঠ অর্জনের অধিকাংশই তার হাত ধরেই এসেছে। এই একই একাডেমিতে বেড়ে ওঠা ইয়ামালেরও। এমনকি ইয়ামালের শৈশবের সঙ্গে জড়িয়ে আছে তরুণ মেসিও।
২০০৭ সালে বার্সেলোনার মাঠ ক্যাম্প নু্য'র ভিজিটরস লকার রুমে আয়োজন করা হয়েছিল এক ফটোশু্যটের। সেখানেই মেসির সঙ্গে শিশু ইয়ামালের কিছু ছবি তোলা হয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যম 'দিয়ারিও স্পোর্ত' এবং ইউনিসেফের পরিচালনায় বার্ষিক চ্যারিটির অংশ হিসেবে ক্যালেন্ডারের জন্য বার্সার খেলোয়াড়রা কয়েকটি পরিবারের শিশুর সঙ্গে ছবি তুলেছিলেন। শিশু ইয়ামালকে গোসল করিয়ে দেওয়ার ছবিটি সম্প্র্রতি তার বাবা ইনস্টাগ্রামে পোস্ট করলে রাতারাতি ভাইরাল হয়।
এরপরই শুরু হয়েছে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। এরপর থেকেই প্রতিভার দু্যতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। মেসির মতোই বাঁ পায়ের এই খেলোয়াড় গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। ইউরোর আগেই স্পেন জাতীয় দলে অভিষেক হয় তার। এবারের ইউরোয় গোল ও অ্যাসিস্ট মিলিয়ে পাঁচটি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। পেলের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে জাতীয় দলের জার্সিতে শিরোপা জিতেছেন। ইউরোয় তার খেলা দেখে সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার বলেছেন, 'একজন মহাতারকার জন্ম হলো।'
সেই ইয়ামাল মেসির বিপক্ষে ফিনালিসিমা খেলতে মুখিয়ে আছেন। ইউরোর ফাইনালের আগে গণমাধ্যমকে তিনি বলেন, 'আমি চাইব মেসি কোপা আমেরিকা জিতুক সঙ্গে আমি যেন ইউরো জিততে পারি এবং ফিনালিসিমার ফাইনালে তার বিপক্ষে খেলতে পারি।'
ইয়ামালের স্বপ্ন পূরণ হচ্ছে অবশেষে। তবে সে জন্য মেসির আপাতত অবসরের চিন্তা মাথায় আনা চলবে না। বার্সেলোনায় নিজের উত্তরসূরির স্বপ্ন পূরণের জন্য হলেও আর্জেন্টিনার জার্সি সহসা খুলে রাখার উপায় নেই মেসির।