দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো টি২০ শিরোপা জিতেছে ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে প্রোটিয়াদের ৭ রানে হারিয়েছে রোহিতের দল। এবারের আসরের মতো ২০২৬ টি২০ বিশ্বকাপেও খেলবে ২০টি দল। তার আগে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ থেকেই বেশকিছু দল আগামী আসরে জায়গা করে নিয়েছে।
২০২৬ টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলংকায়। স্বাগতিক হওয়ার সুবাদে এই দুই দল সরাসরি খেলবে সেই আসরে। আর সুপার এইটে খেলা আট দলও সরাসরি চলে যাবে আগামী বিশ্বকাপে। ভারত বাদে বাকি দলগুলো হচ্ছে- বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। ফলে মোট দল হলো ৯টি।
এরপর সুপার এইটে উঠতে না পারা দলগুলোর মধ্যের্ যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ৩ দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে।র্ যাঙ্কিংয়ের অবস্থা অনুযায়ী সেই তিন দল হচ্ছে- নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সব মিলে হলো ১২ দল। বাকি ৮ দল আসবে বাছাইপর্ব পার করে।
বাছাইপর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে দলগুলো। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে ২টি করে মোট ৬টি দল। বাকি দুই দল আসবে আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে। সব মিলে হলো ২০টি দল। ফলে পরবর্তী বিশ্বকাপের ১২ দল ইতোমধ্যে নিশ্চিত। এখন বাছাইপর্ব পার করে খেলতে আসবে আরও ৮টি দল।