রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নির্বিঘ্নে হবে নারী টি২০ বিশ্বকাপ :নাদেল

ক্রীড়া প্রতিবেদক
  ২৬ জুলাই ২০২৪, ০০:০০
নির্বিঘ্নে হবে নারী টি২০ বিশ্বকাপ :নাদেল

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিনের সহিংসতা বাংলাদেশে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে কোনো ধরনের প্রভাব ফেলবে না। হাতে সময় থাকায় আয়োজনে বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখছেন না বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। বিশ্বকাপ চলাকালীন দলগুলোকে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ৩ থেকে ২০ অক্টোবর ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে নারী টি২০ বিশ্বকাপ।

চলমান সহিংসতায় টি২০ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে বিসিবি মনে করে, যথাসময়ে নির্বিঘ্নেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি২০ বিশ্বকাপের নবম আসর। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আসরটি আয়োজনে প্রস্তুতির কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনের সহিংসতায় কিছু মহলে নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠে।

২০১৪ সালে নারী ও পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল বিসিবি। সেই সময়ও অস্থিতিশীল ছিল দেশের পরিস্থিতি। তবে বড় দুটি টুর্নামেন্ট আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়েনি। আসন্ন নারী টি২০ বিশ্বকাপ আয়োজনেও কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'আইসিসির যেকোনো টুর্নামেন্টে, সেটা দ্বিপাক্ষিক বা অন্য কোনো টুর্নামেন্টই হোক, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন বা সরকার যেভাবে এই টুর্নামেন্টগুলোতে সহায়তা করে থাকে, বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকে, তাতে নির্বিঘ্নে এবং যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে হবে সে ব্যাপারে আমরা নিশ্চিত। পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়ে গেছে, আমি মনে করি, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।'

তিনি আরও বলেন, 'অস্থিরতা মূলত দুই বা তিন দিন ছিল। এই দুই বা তিন দিনে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি হয়নি। অনেক আগে থেকেই আমরা প্রস্তুত ছিলাম। ভেনু্যগুলো প্রস্তুত আছে, নতুন করে যে বেশি কিছু করতে হবে বা বাড়তি কোনো প্রস্তুতি এই মুহূর্তে নেওয়ার নেই।'

স্বল্প সময়ে সহিংসতা নিয়ন্ত্রণে আসায় বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো ধরনের প্রভাব পড়েনি। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ আয়োজনের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আসর চলাকালীন সফরকারী দলগুলোকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে সে ব্যাপারেও ক্রীড়া মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বিসিবির।

নাদেল বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিসিবির একটি সভা হয়। ক্রীড়ামন্ত্রী ও বোর্ড প্রেসিডেন্টও সেখানে ছিলেন। টিমগুলো যে হোটেলে থাকবে তার নিরাপত্তা, ভেনু্য নিরাপত্তা সবকিছুর দায়িত্বে থাকবে। টিমগুলো যখন অনুশীলনে যায় তা আমাদের প্রোটোকল অনুযায়ী যেভাবে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন, আমরা তাদের সেটা প্রদান করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে