রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

শ্রীলংকার নতুন টি২০ অধিনায়ক আশালাঙ্কা

ক্রীড়া ডেস্ক
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
শ্রীলংকার নতুন টি২০ অধিনায়ক চারিত আশালাঙ্কা -ওয়েবসাইট

টি২০ বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে শ্রীলংকার টি২০ দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফলে ভারতের বিপক্ষে টি২০ সিরিজ সামনে রেখে নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। ২৭ বছর বয়সি চারিত আশালাঙ্কাকে অধিনায়ক করে ভারত সিরিজের দল ঘোষণা করেছে তারা। সম্প্রতি জাফনা কিংসকে নেতৃত্ব দিয়ে এলপিএলের শিরোপা জিতিয়েছেন আশালাঙ্কা। অধিনায়ক হিসেবে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। পূর্ণকালীন দায়িত্ব পাওয়ার আগে জাতীয় দলকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। এ বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে টি২০ সিরিজে হাসারাঙ্গা নিষিদ্ধ থাকায় প্রথম দুই ম্যাচে শ্রীলংকার অধিনায়ক ছিলেন আশালাঙ্কাই। ভারত সিরিজের দলে বড় চমক সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমালের ফেরাটা। দুই বছরের বেশি সময় পর শ্রীলংকার টি২০ দলে ডাক পেয়েছেন চান্দিমাল। এলপিএলে এই মৌসুমে ১৬৮.৮২ স্ট্রাইক রেটে ২৮৭ রান করে এই পুরস্কার পেলেন তিনি। তবে এলপিএলে ভালো করেও বাদ পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে ওয়ানডে ও টেস্টের নেতৃত্ব নিয়ে কিছু জানায়নি শ্রীলংকার ক্রিকেট বোর্ড। কুশল মেন্ডিস আগের মতোই ওয়ানডে ও ধনঞ্জয়া ডি সিলভা টেস্টের নেতৃত্ব দেবেন। ২৭ জুলাই ক্যান্ডির পালেস্নকেলেতে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। টি২০ সিরিজ শেষে আগামী ২ আগস্ট মাঠে গড়াবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। গত সোমবারই শ্রীলংকা পৌঁছেছে ভারতীয় দল। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

শ্রীলংকার টি২০ দল: চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেলস্নালাগে, মহীশ তিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাতিরানা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে