রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

প্যারিস অলিম্পিক দিয়ে ক্যারিয়ারের ইতি টানছেন মারে

ক্রীড়া ডেস্ক
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
প্যারিস অলিম্পিক দিয়ে ক্যারিয়ারের ইতি টানছেন দুইবারের স্বর্ণজয়ী ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে -ওয়েবসাইট

টেনিসের স্বর্ণযুগের চতুষ্টয়ের অন্যতম তিনি। ব্রিটেনের টেনিসের মশালও তার হাতেই। রোজার ফেদেরার-রাফায়েল নাদাল-নোভাক জকোভিচদের যুগে জন্ম নেওয়ায় সেভাবে অবশ্য আলো কাড়তে পারেননি তিনি। তবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকে তার সাফল্য ঈর্ষণীয়। সেই অ্যান্ডি মারে এবার টেনিস ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

প্যারিস অলিম্পিক শেষেই টেনিস থেকে অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মারে নিজেই এই খবরটি দিয়েছেন। তিনি লিখেছেন, 'শেষবারের মতো টেনিস টুর্নামেন্ট খেলতে প্যারিসে পৌঁছেছি। গ্রেট ব্রিটেনের দলের হয়ে প্রতিযোগিতা করতে পারাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সপ্তাহ এবং আমি অত্যন্ত গর্বিত শেষবারের মতো এই সুযোগ পেয়ে।'

এই নিয়ে পঞ্চমবারের মতো অলিম্পিক টেনিসে অংশ নিতে যাচ্ছেন মারে। এই স্কটিশ ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে প্রথমবারের মতো অংশ নেন। তবে সেবার প্রথম রাউন্ডেই লু ইয়েন-সুনের কাছে সরাসরি সেটে হেরে যান তিনি। তবে লন্ডনে পরের আসর মধুর স্মৃতি উপহার দিয়েছে মারেকে। রজার ফেদেরারের কাছে সরাসরি সেটে উইম্বলডনের ফাইনালে হারের প্রতিশোধ নেন অলিম্পিকের ফাইনালে। সুইস কিংবদন্তিকে হারিয়ে সেবার স্বর্ণ জয় করেন তিনি। ২০১৬ সালের রিও অলিম্পিকে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পেত্রোকে হারিয়ে প্রথম পুরুষ টেনিস তারকা হিসেবে অলিম্পিকে দুইবার স্বর্ণ জয়ের রেকর্ড গড়েন। এই নিয়ে পঞ্চমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন মারে। এবারের আসরে একক ও দ্বৈত

বিভাগে অংশ নেবেন তিনি।

দুইবারের উইম্বলডনজয়ী মারে দীর্ঘদিন থেকেই কোমরের ইনজুরিতে ভুগছেন। এই ইনজুরির কারণে টেনিস কোর্টে অনিয়মিত হয়ে পড়েছেন ৩৭ বছর বয়সি মারে। অবশেষে টানছেন ক্যারিয়ারের ইতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে