টি২০ ক্যারিয়ারের শেষটা বিশ্বকাপ জিতে রাঙানো বিরাট কোহলি ও রোহিত শর্মার অর্জনে ভীষণ খুশি ভারতের সাবেক অধিনায়ক কাপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের মতে, ভারতীয় দলে এই দুইজনের জায়গা কেউ নিতে পারবেন না। গত মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এবারের টি২০ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই সংস্করণে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে উপমহাদেশের দলটি।
ভারতের এই সাফল্যমন্ডিত পথচলায় নেতৃত্ব দেন রোহিত শর্মা। ফাইনালে দলের বিপদে মহাগুরুত্বপূর্ণ ৭৬ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। শিরোপা নির্ধারণী ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। বিশ্বকাপ জয়ের পরপরই আন্তর্জাতিক টি২০কে বিদায় বলে দেন তারা দুইজন।
শুধু টি২০তে নয়, ভারতীয় দলের বাকি দুই সংস্করণের অধিনায়কও রোহিত। তার সঙ্গে ওয়ানডে ও টেস্টে খেলা চালিয়ে যাবেন কোহলিও। দেশটির ক্রিকেটের তারকা দুই খেলোয়াড়কে যেকোনো সংস্করণেই অমূল্য মনে করছেন কাপিল। তার মতে, ভারত দলে শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির মতোই এই দুইজনের অভাবও অপূরণীয়।
কপিল দেব আরও বলেন, 'কোনো সংস্করণেই ভারতীয় দলে বিরাট ও রোহিতের জায়গা কেউ নিতে পারবেন না। তারা ভারতীয় ক্রিকেটের বড় সেবক এবং এটা (বিশ্বকাপ জেতা) তাদের জন্য একটি শুভবিদায় ছিল। বিরাট সব সংস্করণে নিজেকে যে উচ্চতায় তুলেছেন, টি২০তে নিশ্চয়ই তার অভাববোধ হবে। দুইজনেই শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির মতো। তারা অপূরণীয়।'
ভারতের হয়ে এখন পর্যন্ত ৫৯টি টেস্ট খেলা রোহিতের রান ৪৫.৪৬ গড়ে চার হাজার ১৩৭, সেঞ্চুরি ১২টি, ফিফটি ১৭টি। ওয়ানডে খেলেছেন তিনি ২৬২টি, ৪৯.১২ গড়ে রান ১০ হাজার ৭০৯। নামের পাশে ৩১ সেঞ্চুরি ও ৫৫টি ফিফটি। ভারতের হয়ে দুটি টি২০ বিশ্বকাপ জেতা একমাত্র ক্রিকেটার রোহিত। জাতীয় দলের জার্সিতে এই সংস্করণে ১৫৯ খেলেছেন তিনি, যা এখন পর্যন্ত রেকর্ড। তার চার হাজার ২৩১ রানও এখন পর্যন্ত আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ। পাঁচ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩২ ফিফটি, স্ট্রাইক রেট ১৪০.৮৯।
ভারতের সেরা ব্যাটসম্যানদের একজন হলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক রেকর্ডের মালিক ১১৩টি টেস্ট খেলে ৪৯.১৫ গড়ে রান করেছেন আট হাজার ৮৪৮। ২৯ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৩০টি। ২৯২ ওয়ানডেতে ৫৮.৬৭ গড়ে রান ১৩ হাজার ৮৪৮, সেঞ্চুরি ৫০টি ও ফিফটি ৭২টি। আর টি২০তে ১২৫ ম্যাচে চার হাজার ১৮৮ রান করেছেন ৪৮.৬৯ গড়ে, সেঞ্চুরি একটি ও ফিফটি ৩৮টি এবং স্ট্রাইক রেট ১৩৭.০৪। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টি২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানও তার।