বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

গলার ক্যানসার অস্ত্রোপচার করে সুস্থ হলেন জিওফ বয়কট

ক্রীড়া ডেস্ক
  ২৪ জুলাই ২০২৪, ০০:০০
গলার ক্যানসার অস্ত্রোপচার করে সুস্থ হলেন জিওফ বয়কট

গত মাসে ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জিওফ বয়কট জানিয়েছিলেন, তার গলার ক্যানসার আবার ফিরে এসেছে। যার অস্ত্রোপচার করিয়েছেন গত ১৭ জুলাই। অস্ত্রোপচারের বিষয়টি বয়কটের এক্স অ্যাকাউন্টে জানিয়েছিলেন তার বড় মেয়ে এমা বয়কট।

৮৩ বছর বয়সি বয়কটের গলার ক্যানসার প্রথম ধরা পড়ে ২০০২ সালে। তখন দেওয়া হয় কেমো ও রেডিও থেরাপি। এমা বয়কট বলেন, 'সবাইকে জানাতে চাই, বাবার গলার ক্যানসার অপসারণে তিন ঘণ্টার সফল অস্ত্রোপচার গত ১৭ জুলাই সন্ধ্যায় শেষ হয়েছে। বাবা এখন অনেকটাই সুস্থ্য আছেন। এ ছাড়া সার্জনরা বলেছেন, অস্ত্রোপচার ভালো মতোই হয়েছে।'

ইংল্যান্ডের সাবেক ওপেনিং ব্যাটসম্যান বয়কট ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০৮টি টেস্ট খেলেছেন। তার সংগ্রহ ৮ হাজার ১১৪ রান। সেঞ্চুরি আছে ২২টি। ১৯৭৮ মৌসুমে চারবার ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আর সেটা সম্ভব হয়েছিল নিয়মিত অধিনায়ক মাইক ব্রিয়ারলির ইনজুরির কারণে।

অবসরের পর ১৪ বছর বিবিসির কমেন্ট্রি প্যানেলের সঙ্গে ছিলেন বয়কট। যেখানে টেস্ট ম্যাচ স্পেশালে কাজ করেছেন ২০২০ সাল পর্যন্ত। ২০১৮ সালে বাইপাস সার্জারিও হয়েছে তার। কমেন্ট্রি থেকে সরে দাঁড়ানোর জন্য যাকে অন্যতম ফ্যাক্টর হিসেবে দাবি করেন তিনি। একই সঙ্গে ছিল করোনা ভাইরাসের প্রকোপ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে