আগস্টে ইউরোপ যাবে হকি দল

প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী আগস্টে ইউরোপ সফরে জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল -ফাইল ফটো
তিন মাসের জন্য হকি প্রশিক্ষণ নিতে ইউরোপে যাবে বাংলাদেশ হকি দল। আগামী আগস্টে হকি দলকে ইউরোপে পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ২২ সদস্যের হকি দলের তালিকাও চূড়ান্ত। এর মধ্যে ১১ জন তরুণ খেলোয়াড় এবং ১১ জন সিনিয়র খেলোয়াড় রয়েছেন। প্রথমে দল যাবে জার্মানিতে। সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে খেলতে যাবে এমন আলোচনা চূড়ান্ত হয়েছে। ইউরোপে দল পাঠানোর ব্যাপারে মূল ভূমিকা পালন করেছেন বাংলাদেশ হকি দলের সাবেক কোচ গেহার্ড পিটার। বাংলাদেশ হকি ফেডারেশনের সূত্রে জানা গেছে জার্মানি, পোলেন্ড এবং নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলারও পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ থেকে হকি দল জার্মানিতে যাবে ১৫-২০ আগস্টের মধ্যে। ২৩ আগস্ট প্রথম ম্যাচ জার্মানির বিপক্ষে। ম্যাচটি কি জার্মানির জাতীয় দলের বিপক্ষে না অন্য কোনো দলের বিপক্ষে। এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ বলেছেন, 'আমরা জাতীয় দল পাঠাব। জার্মানিতে প্রশিক্ষণ নেবে জাতীয় দল। জার্মানির বিপক্ষে খেলবে আমাদের জাতীয় দল। এখন জার্মানি যদি তাদের জুনিয়র খেলোয়াড় নামায় সেটি তাদের ব্যাপার। আমরা জার্মানিকে জাতীয় দল হিসেবে ধরে নেব। হকিতে জার্মানি আমাদের থেকে অনেক বেশি শক্তিধর। কিন্তু যখন জাতীয় দল খেলবে তখন ধরেই নিতে হবে প্রতিপক্ষও জাতীয় দল খেলবে।' ইউরোপে বাংলাদেশ হকি দল অবস্থানকালীন কোথায় প্রশিক্ষণ গ্রহণ করবে, কোথায় খেলতে যাবে। ইউরোপের আর কোন দেশের বিপক্ষে খেলবে এমনকি বাংলাদেশের খেলোয়াড়রা ইউরোপের কোন ক্লাবে খেলার সুযোগ পাবে তার সবই নির্ধারণ করার দায়িত্ব পড়েছে পিটারের ওপর। তিনি সব কিছু করছেন। তার সঙ্গে চুক্তি হয়েছিল ইউরোপে দল যাবে, প্রশিক্ষণ নেবে, খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলবে বলে। এরই মধ্যে ২২ জন খেলোয়াড় বাছাই করেছেন গেহার্ড পিটার। যে ২২ জনের মধ্যে ১১ জন তরুণ (অনূর্ধ্ব ২১ দলের) এবং ১১ জন সিনিয়র খেলোয়াড়। সিঙ্গাপুরে অনূর্ধ্ব ২১ দল চ্যাম্পিয়ন হয়ে এসেছে। ইউরোপে বসে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দলের খেলা দেখেছেন পিটার। তিনি জানিয়েছেন, তিনি নিজেই খেলোয়াড় বাছাই করেছেন। বাংলাদেশের টার্গেট ২০২৮ অলিম্পিক এবং বিশ্বকাপে কোয়ালিফাই করা। পরিকল্পনা অনুযায়ী যদি দল এগিয়ে যায় তাহলে সম্ভাবনার দুয়ার খুলবে এমনটাই বিশ্বাস এই ইউরোপিয়ান কোচের।