মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

নীড়কে পদক দিলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
নীড়কে পদক দিলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মনন রেজা নীড় শ্রীলংকায় ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ স্ট্যান্ডার্ড দাবায় অনূর্ধ্ব-১৮ বিভাগে রৌপ্য জিতেছেন। সেই রৌপ্যপদক সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুণাবর্ধনের হাত থেকে গ্রহণ করেছেন।

কলম্বোতে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা শেষ হয়েছে সোমবার। সেই টুর্নামেন্টে নানা বিভাগে পদকজয়ীদের অনুষ্ঠান হয়েছে শ্রীলংকার প্রধানমন্ত্রীর বাসভবনে। লংকান প্রধানমন্ত্রী কয়েকটি পুরস্কার নিজ হাতে প্রদান করেছেন। এর মধ্যে বাংলাদেশের নীড় ছিলেন। বিদেশি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের এই ফিদে মাস্টার, 'প্রধানমন্ত্রী মাত্র অল্প কয়েকটি পুরস্কার হস্তান্তর করেছেন। অনূর্ধ্ব-১৮ বিভাগ দেওয়ায় আমি সেই পুরস্কার গ্রহণ করতে পেরেছি।'

এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪ বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফিদে মাস্টার টাইটেল পেয়েছেন সাকলাইন মোস্তফা সাজিদ। তিনি অবশ্য লংকান প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে পারেননি। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেও নীড়ের কণ্ঠে ঝরল আফসোস, 'চ্যাম্পিয়ন হলে অথবা চ্যাম্পিয়নের সমান পয়েন্ট থাকলে আন্তর্জাতিক মাস্টার হতে পারতাম। খুব কাছ থেকে মিস করলাম এজন্য খারাপ লাগছে।'

মঙ্গলবার থেকে আরেকটি জুনিয়র এশিয়ান টুর্নামেন্ট খেলছেন নীড়। সেখানে নর্ম অর্জন করে আন্তর্জাতিক মাস্টার হওয়ার লক্ষ্য তার। আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য ইতোমধ্যে দু'টি নর্ম অর্জন করেছেন নারায়ণগঞ্জের এই খুদে দাবাড়ু। এই টুর্নামেন্টে নীড় অবশ্য খেলছেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। এজন্য তার রেজিস্ট্রেশন ফি, আবাসন ও অন্য ব্যয় নিজেকেই বহন করতে হচ্ছে। জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ায় সাকলাইন ও ওয়াদিফাকে কোনো খরচ বহন করতে হচ্ছে না। 

দ্বীপদেশ শ্রীলংকা দাবার দু'টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করছে। জুনিয়র দাবার এই টুর্নামেন্টে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে