ইংল্যান্ডের মন ভেঙে ইউরোর শিরোপা জিতেছে স্পেন। রোববার জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতেছে লা রোজারা। ফাইনালের পরের দিন স্পেনে লাখো দর্শকের সঙ্গে ছাদখোলা বাসে শিরোপা নিয়ে উদযাপন করেন মোরাতা-ইয়ামালরা।
মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় ইউরো চ্যাম্পিয়নদের বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। কয়েক ঘন্টা পর তারা জারজুয়েলা প্রাসাদ পরিদর্শনে যান। সেখানে স্কোয়াডের সবাই স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাদ্রিদে ছাদখোলা বাসে প্যারেডের জন্য ওঠে। রাত ৯টার পরে পস্নাজা সিবেলেসে বাস পৌঁছানোর আগে শহরের সবচেয়ে বিখ্যাত রাস্তাগুলোর কিছু পাশ দিয়ে তাদের বহনকারী বাস যায়। স্পেনের সরকার জানিয়েছে, পাঁচ লাখেরও বেশি মানুষ উদযাপনে অংশ নিয়েছিল।
দলের সবার সঙ্গে উদযাপনের যোগদানের আগে স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা মঞ্চে ইউরো ট্রফি সামনে আনেন। ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। এই দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত।' এরপর বাসে করে মাদ্রিদের রাস্তায় প্যারেড শুরু করে পুরো দল। এই সময় সমর্থকদের থেকেও ভালোবাসা পেয়েছে স্পেনের ফুটবলাররা।