যুক্তরাষ্ট্রের মায়ামিতে রোববার অনুষ্ঠিত হয়েছে ৪৮তম কোপা আমেরিকার ফাইনাল। যেখানে প্রতিপক্ষ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৬তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচটির শুরুটা সুখকর ছিল না।
কলম্বিয়ার সমর্থকদের বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশের ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। যে কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ম্যাচটি মাঠে গড়ায়। এ ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। মায়ামির পুলিশ সোমবার এই খবর জানিয়ে বলেছে, ম্যাচ শুরুর আগের দর্শক-হাঙ্গামায় জড়িত আরও ২৫ জনকে আটক করা হয়েছে।
মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন বলেছেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন ও তার ছেলে রামোন হামিল জেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে।
আটক হলেও জামিনে মুক্তি পেতে পারেন জেসুরুন। তবে এর জন্য জেসুরুনকে ২ হাজার ডলার এবং তার ছেলে রামোন জামিল জেসুরুনকে দিতে হবে ১ হাজার ডলার।
দু'জনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে। এদিকে এ ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি ফাইনালের ভেনু্য মায়ামির হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করা হয়েছে।
ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে খেলোয়াড় ও দর্শকদের মাঝে আতঙ্ক তৈরি করা পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। বিবৃতিতে লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, 'সবাই এরই মধ্যে জানেন মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে দর্শকরা (একটি অংশ) টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়ায় দেরিতে ম্যাচ শুরু হয়।