কত অপেক্ষা, রোমান্সের শেষে রিয়াল মাদ্রিদের হয়ে গেলেন কিলিয়ান এমবাপে। সময় জানিয়ে দেওয়া ছিল আগেই। অবশেষে ফুরালো অপেক্ষা, রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়িয়েছেন কিলিয়ান এমবাপে। পূরণ করলেন নিজের বাল্যকালের স্বপ্ন। সান্তিয়াগো বার্নাবু্যতে উপস্থাপনের মধ্য দিয়ে লস বস্নাঙ্কোসদের হয়ে শুরু হলো ফরাসি এই তারকার পথচলা।
গত কয়েক বছরে স্প্যানিশ ক্লাবটির সবচেয়ে আরাধ্য সাইনিং ফরাসি এই তারকা। এমবাপের সঙ্গে আগেই চুক্তি সই হলেও মাদ্রিদের খেলোয়াড় হিসেবে তাকে মঙ্গলবার পরিচয় করিয়ে দেওয়া হয়েছে দর্শকের সামনে।
মাঠে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে রিয়াল মাদ্রিদের রীতি অনুযায়ী ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে সান্তিয়াগো বার্নাবু্য ঘুরে দেখান। বার্নাবু্যতে মাদ্রিদের ট্রফি কেবিনেটের সামনে এমবাপের হাতে তার জার্সি তুলে দেন পেরেজ। লস বস্নাংকোদের হয়ে ৯ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন এমবাপে।
এদিন প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত ছিলেন এমবাপেকে অভ্যর্থনা জানাতে। পাঁচ বছরের চুক্তি শেষে স্টেডিয়ামে তিনি প্রবেশ করতেই দর্শকরা হাততালি দিয়ে বরণ করে নেন ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ডকে। ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে স্টেজে উঠে এমবাপে শুরুতেই প্রকাশ করেন উচ্ছ্বাস। এরপর বলেন নিজের স্বপ্নপূরণের কথা।
ফরাসি এই ফরোয়ার্ড বলেন, 'আমার জন্য এটি একটি স্মরণীয় দিন। আমি যখন শিশু ছিলাম, তখন থেকেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আজ আমি এখানেই। যেটার মানে আমার কাছে অনেক কিছু।'
এদিন উপস্থিত ছিলেন এমবাপের বাবা, মা ও অনেক আত্মীয়রা। সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদের বিভিন্ন কর্মকর্তারাও। সান্তিয়াগো বার্নাবু্যর ছাদ বন্ধ রেখে করা হয় অনুষ্ঠান। স্টেজের পাশে রাখা হয় রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার শিরোপাগুলো। উচ্ছ্বাস প্রকাশ করে এমবাপেকে স্বাগত জানান ক্লাব সভাপতি।
পেরেস বলেন, 'আজ আমরা এমন একজন দুর্দান্ত খেলোয়াড়কে স্বাগত জানাচ্ছি যার স্বপ্ন ছিল এই ক্লাবের হয়ে খেলার।'
এমবাপেকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'তোমার তীব্র চাওয়ার কারণেই আজ তুমি এখানে। সাদা জার্সি গায়ে জড়ানোর এই প্রচেষ্টার কারণে তোমাকে অনেক ধন্যবাদ।'
ক্রিস্টিয়ানো রোনালদো তার আদর্শ হলেও মাদ্রিদে এই মুহূর্তে সাত নম্বর জার্সি পাচ্ছেন না এমবাপে। ভিনিসিয়ুস জুনিয়রের গায়ে আছে বিখ্যাত সাত নম্বর। ভিনিও আছেন দুর্দান্ত ছন্দে। তাই মাদ্রিদে আপাতত ৯ নম্বর জার্সিতে দেখা যাবে এমবাপেকে। এরই মধ্যে রিয়ালের অফিশিয়াল স্টোরগুলোতে তার জার্সি কেনার ধুম লেগেছে।
মাদ্রিদের জার্সিতে তাকে দেখতে ভক্তদের অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী এই তারকা।
রিয়াল মাদ্রিদের এমবাপে আসা নিয়ে এর আগে গুঞ্জন কম হয়নি। বেশ কয়েকবার আসার খবর পাওয়া গেলেও তা হয়নি। ২০২১ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়াতে চেয়েছিল ক্লাবটি। কিন্তু পিএসজি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু এমবাপেকে আটকে রাখতে পারেনি ফরাসি ক্লাবটি। চুক্তি শেষে ঠিকই কোনো ট্রান্সফার ফি ছাড়াই রিয়ালে যোগ দেন তিনি।