ফ্রান্সের সর্বকালের শীর্ষ গোলদাতা অলিভিয়ের জিরুদ সোমবার তার আন্তর্জাতিক অবসর নিশ্চিত করলেন। ১৩৭ ম্যাচে ৫৭ গোলের ক্যারিয়ারের ইতি টেনে দিলেন তিনি। এর আগে ইউরোর পর অবসরের মিছিলে নাম লেখান জার্মানির থমাস মুলার ও সুইজারল্যান্ডের জেরদান শাকিরি। ইনস্টাগ্রামে জিরুদ লিখেছেন, 'সবচেয়ে কষ্টের মুহূর্ত এসে গেছে। ফ্রান্স জাতীয় দল থেকে বিদায় বলার মুহূর্ত।'
কোচ দিদিয়ের দেশমের প্রশংসা করে তিনি বলেন, 'আমরা কোচ দিদিয়ের দেশমের সুনজরদারিতে একটি অবিচ্ছিন্ন দল হয়েছি। তার আস্থার জন্য ধন্যবাদ। আমাদের উত্থান-পতন সত্ত্বেও তিনি আমাকে লেস বস্নর সর্বকালের শীর্ষ গোলদাতা বানাতে পেরেছেন। ১৩ বছর ধরে যে ফ্রান্স দলকে আমি সেবা দিয়েছি, সেটা সব সময় আমার হৃদয়ে থাকবে। এটা আমার সবচেয়ে গর্বের ও পছন্দের স্মৃতি।'
৩৭ বছর বয়সি জিরুদ ২০১৮ সালের বিশ্বকাপ জিতেছেন এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রানার্সআপও হন। ২০২২ বিশ্বকাপে থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ভেঙে হন শীর্ষ গোলদাতা। ২০১১ সালে অভিষেক হওয়ার পর জার্মানির বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে গোল প্রথম গোল করেন তিনি। ২০২৪ সালের মার্চে চিলির বিপক্ষে সর্বশেষ ও রেকর্ড গড়া ৫৭তম গোল করেন। গত মে মাসে জিরুদ ঘোষণা দেন, ইউরো হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সর্বশেষ ইউরোতে ফ্রান্সের সেমিফাইনালে ওঠার পথে বেঞ্চ থেকে উঠে চার ম্যাচ খেলেন তিনি। আর্সেনাল, চেলসি ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার মেজর লিগ সকার দল লস অ্যাঞ্জেলসের হয়ে সামনের মৌসুমে খেলবেন।