মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পাকিস্তান সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে : শান্ত

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
পাকিস্তান সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে : শান্ত

আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। সফরে যাওয়ার আগে প্রস্তুতির যথেষ্ট সময় পাচ্ছেন ক্রিকেটাররা। তারপরও পাকিস্তানের মাটিতে লাল বলের লড়াইয়ে বেশ চ্যালেঞ্জ দেখছেন নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার রাজধানীতে একটি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক, 'এটা (পাকিস্তান সিরিজ) অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে, তারা খুবই ভালো দল। তবে আমার মনে হয় এই ফরম্যাটে আমাদেরও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছেন। মুশফিক ভাই, মুমিনুল ভাইসহ আরও বেশ কয়েকজন। আমরা যদি আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে শক্তি অনুযায়ী খেলতে পারি, সিরিজটা অবশ্যই ভালো হবে।'

বিসিবির হাই পারফরম্যান্স এইচপি ইউনিটের একটি দল অস্ট্রেলিয়া সফরে গেছে। ছায়া জাতীয় দল বাংলাদেশ টাইগার্স ও এইচপির আরেকটি দল চট্টগ্রামে প্রস্তুতিমূলক সিরিজ খেলছে। আপাতত ক্যাম্প না করে সামনের সিরিজের জন্য এভাবেই প্রস্তুত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট করাচিতে শুরু ৩০ আগস্ট।

গেল এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হয়ে এসেছিলেন মুশতাক আহমেদ। সে সময়ই জানা গিয়েছিল টি২০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। পরে বিশ্বকাপে লেগ স্পিনার রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে প্রশংসা পান মুশতাকও। বিসিবি অবশ্য চেয়েছিল এই কোচকে রেখে দিতে, তবে ইতোমধ্যে ইংল্যান্ড যুব দলের দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য রিশাদের ভালো করায় মুশতাককে একা ক্রেডিট দিতে চান না। শান্ত বলেন, 'হ্যাঁ, অবশ্যই উনি খুবই ভালো কাজ করেছেন। আমি জানি না বোর্ডের সঙ্গে কি ধরনের চুক্তি ছিল। সম্ভবত বিশ্বকাপ পর্যন্তই ছিল আমি যতটুকু জানি। দারুণ কাজ করেছেন রিশাদ। খুবই কম্ফোর্টেবল ছিল, বাকি স্পিনাররাও কম্ফোর্টেবল ছিল। কিন্তু আমি শুধু মুশতাক আহমেদকে ক্রেডিট দিতে চাই না। রিশাদ কিন্তু তার আগে থেকে আমাদের লোকাল যে কোচ আছে, কোচিং স্টাফ আছে তাদের কাছে কোচিং নিচ্ছিল।'

মুশতাকের পাশাপাশি দেশি কোচদের ভূমিকা ছিল রিশাদের ভালো করায় এমনটা মনে করেন শান্ত, 'আমি মনে করি মুশতাক আহমেদ যিনি ছিলেন উনার যে কোচিং অভিজ্ঞতা অনেক বছরের। উনি বিশ্বকাপ জিতেছেন, উনি বিশ্বকাপ উইনিং টিমের কোচ ছিলেন, ওই অভিজ্ঞতাগুলো রিশাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যার রিশাদকে অনেক হেল্প করেছে। বাট টেকনিক্যালি যদি বলেন, লোকাল কোচের অনেক বড় একটা ভূমিকা ছিল।'

শান্ত আরও বলেন, 'মোটিভেটেড করা তার কোন জায়গায় ল্যাকিংস ছিল এ বিষয়গুলো আমার মনে হয় লোকাল কোচের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম ছিলেন। আরও বেশ কিছু কোচ ছিলেন যারা রিশাদের সঙ্গে কাজ করেছেন। দু'জনকে ক্রেডিট দেওয়া উচিত লোকাল এবং যিনি ছিলেন। ভালো কাজ করেছেন উনি, তো আমার মনে হয় বিসিবি সিদ্ধান্ত নিবে কোন কোচিং গ্রম্নপ বা কোন কোচ আমাদের জন্য বেটার হবে, বিসিবি সব সময় আমাদের ভালো চিন্তা করেন।'

টি২০ বিশ্বকাপে বল হাতে সময়টা দারুণ কেটেছে রিশাদ হোসেনের। ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন তিনি। টি২০'র মতো গত বছরই ওয়ানডে অভিষেক হয় এই লেগ স্পিনারের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাক গায়ে জড়ানোর সুযোগ হয়নি তার।

আগামী মাসে দু'টি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেই দলে রিশাদের না থাকার সম্ভাবনাই বেশি। এমনটাই ইঙ্গিত দিলেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমার যতটুকু মনে হয়, আমার মনে হয় না এই মুহূর্তে সে লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত।'

পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি, ভালোই হবে। সব পরিকল্পনাই করা আছে। প্র্যাকটিস ম্যাচ আছে এবং যাওয়ার আগে প্র্যাকটিস সেশনও থাকবে। এগুলো করে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই।'

'এখানে বেশ কয়েকজন খেলোয়াড় আসবেন, যারা টি২০তে ছিলেন না। পাকিস্তান সিরিজের জন্য তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন।'

টি২০ বিশ্বকাপ শেষে ফরম্যাট বদলে টাইগারদের সামনে এখন চ্যালেঞ্জ লাল বলের ক্রিকেট। আর সেই সিরিজের ব্যাটিং পস্ন্যান নিয়ে এখনই কিছু বলতে চান না অধিনায়ক শান্ত। শান্ত বলেন, 'ব্যাটিং পস্ন্যানিংটা না বলি, ব্যাটিং পস্ন্যানিংটা আমাদের মধ্যেই থাক।'

শান্ত জানালেন ভিন্ন ফরম্যাট, নতুন খেলোয়াড়ও আসবে যা সাহায্য করবে ভালো করতে, 'অবশ্যই এটা শুধু কোনো সিরিজ বা টুর্নামেন্ট ভালো অথবা খারাপ খেলার ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে, ভালো হলেও ওটা নিয়ে খুব বেশি চিন্তা করে যেতে হবে। আমার মনে হয় বর্তমানে থাকাটাই খুব গুরুত্বপূর্ণ এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে। আমাদের ভিন্ন একটা ফরম্যাটে বেশ কিছু নতুন পেস্নয়ার আসবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে