ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতল স্পেন। স্পেনের এবারের শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রদ্রি। আসরজুড়ে মাত্র একটি গোল করলেও সফল পাস দিয়েছেন ৪১১টি। যার শতকরা হার ৯২.৮৪। এসব পরিসংখ্যানই তাকে এবারের ইউরোর সেরা খেলোয়াড় বানিয়েছে। জিতেছেন গোল্ডেন বল।
এদিকে স্পেনের উইঙ্গার বিস্ময় বালক লামিন ইয়ামাল জিতেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সবচেয়ে কম বয়সে বিশ্ব ফুটবলের মেজর কোনো শিরোপা জিতলেন তিনি। ভেঙেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিনে বিশ্বকাপ জেতার রেকর্ড। ইয়ামাল জিতেছেন মাত্র ১৭ বছর ১ দিনে।
সদ্যসমাপ্ত এই আসরে তিন গোল করে করেছেন ছয়জন ফুটবলার। ইংল্যান্ডের হ্যারি কেইন ও স্পেনের দানি অলমো ফাইনালে গোল না পাওয়ায় ছয়জনকেই যৌথভাবে দেওয়া হয়েছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
এই ছয় ফুটবলার হলেন- স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গাকপো, সেস্নাভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে।
বিষয়টি আগেই জানিয়ে রেখেছিল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, 'গোল সমান হলে এবার সবাইকে যৌথভাবে গোল্ডেন বুট দেওয়া হবে।'