রোহিতকে অধিনায়ক করায় সমালোচিত হয়েছিলেন সৌরভ

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০২১ সালের নভেম্বরে ভারতীয় ক্রিকেট মহলে তীব্র ডামাডোল শুরু হয়েছিল। বিরাট কোহলি টি২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর, ওডিআই দলের নেতৃত্বও তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। যা নিয়ে তীব্র বিতর্ক এবং জলঘোলা হয়েছিল সেই সময়ে। বিসিসিআই'র তৎকালীন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে কোহলি বিবাদে জড়িয়ে পড়েছিলেন। যা প্রকাশ্যে এসে পড়েছিল। সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন, কোহলিকে তিনি তার টি২০ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বলেছিলেন। কিন্তু বিরাটের দাবি ছিল, এ ধরনের কিছুই তাকে বলা হয়নি। ইতোমধ্যে রোহিত শর্মাকে সাদা বলের অধিনায়ক ঘোষণা করা হয়। এরপর কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পরই ভারতের টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। তখন বিতর্ক আরও তীব্র হয়। যাই হোক তিন ফরমেটের জন্য রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হয়। সৌরভ বারবার বলেছেন যে, রোহিত ভারতের অধিনায়কত্বের পক্ষে ছিলেন না। কারণ তিনি অনুভব করেছিলেন, তিন ফরমেটে নেতৃত্ব দেওয়া তার ফর্মের ওপর প্রভাব ফেলবে। কিন্তু রোহিতকে বুঝিয়ে সৌরভই রাজি করান। তবে এ ঘটনায় সৌরভ সেই সময়ে ভিলেন হয়ে গিয়েছিল কোহলির হাজার হাজার ভক্তের কাছে। নানাভাবে সৌরভকে সেই সময়ে টার্গেট করা হয়েছিল। সৌরভ এখন বিসিসিআই'র প্রেসিডেন্ট নন ঠিকই, তবে সাবেক ভারত অধিনায়ক তার সিদ্ধান্তের জন্য যেভাবে সমালোচনার শিকার হয়েছিলেন, সেটি তিনি ভোলেননি। রোহিতের নেতৃত্বে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সৌরভ এ প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, 'আমি যখন রোহিতের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিলাম, তখন খুব বেশি সমালোচিত হয়েছিলাম। এবং এখন যখন আমরা ওর অধিনায়কত্বে ট্রফি জিতেছি, কেউ আমাকে গালাগাল করছে না, সবাই ভুলে গেছে, আমি ওকে অধিনায়ক বানিয়েছিলাম।'