শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

একনজরে বাংলাদেশের এশিয়া কাপ সূচি ২০ জুলাই ২০২৪ বাংলাদেশ বনাম শ্রীলংকা, ২২ জুলাই ২০২৪ বাংলাদেশ বনাম থাইল্যান্ড,২৪ জুলাই ২০২৪ বাংলাদেশ বনাম মালয়েশিয়া

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকার ডাম্বুলায় আগামী ১৯ জুলাই শুরু হবে নারীদের এশিয়া কাপ। ফাইনাল ২৮ জুলাই। এবারের নারী এশিয়া কাপে খেলবে ৮টি দল। ৪টি করে দলকে ভাগ করা হয়েছে দুই গ্রম্নপে। গ্রম্নপ 'এ'-তে আছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল। অন্যদিকে গ্রম্নপ 'বি'-তে রয়েছে বাংলাদেশ। সঙ্গী হিসেবে আছে স্বাগতিক শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড। ২০ জুলাই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। গ্রম্নপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২২ জুলাই থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। ২৪ জুলাই মালয়েশিয়ার সাথে পরের ম্যাচ। ১৯-২৪ জুলাই প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজিত হবে। ২৫ জুলাই বিরতির পর ২৬ জুলাই মাঠে গড়াবে সেমিফাইনাল। এরপর ২৮ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। দুই গ্রম্নপ থেকে সেরা দুটি করে দল নিয়ে আয়োজিত হবে সেমিফাইনাল। এরপর দুই সেমির বিজয়ী দল খেলবে ফাইনাল। ২১ জুলাই খেলা হবে টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পাক লিগ ম্যাচ। দুই দল যদি গ্রম্নপ লিগের বাধা টপকাতে পারে তবে সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। অবশ্য উভয় দল ফাইনালে উঠলে খেতাবি ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে পুনরায়। এসিসির সভাপতি জয় শাহ জানিয়েছেন, 'দলগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় আমরা দারুণ উচ্ছ্বসিত। এটি নারী ক্রিকেটের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে প্রতিফলিত করছে। ২০১৮ সালে ছয় দল থেকে ২০২২ সালে সাত দল এবং এবার আট দল। এটি আমাদের নারী ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা এবং এশিয়ার ক্রিকেটে প্রতিভার আধিক্যের পরিচয় দেয়।' গত আসরের মতো এবারও ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন নারী আম্পায়াররা। ২০১২ সাল থেকে টি২০ ফরম্যাটে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের সফলতম দল ভারত, শিরোপা জিতেছে সাতবার।