কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মত কোপায় খেলতে এসে শেষটা রাঙ্গাতে পারলো না কানাডা। কোপার স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে উরুগুয়ের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে আশাভঙ্গ হয়েছে কানাডার। ইনজুরি টাইমে লুইস সুয়ারেজের গোলে উরুগুয়ে সমতা ফেরানোর পর পেনাল্টিতে তৃতীয় স্থান নিশ্চিত করে। ভীষণ প্রয়োজনের সময় ত্রাতা হয়ে এলেন লুইস সুয়ারেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে অভিজ্ঞ এই স্ট্রাইকার উরুগুয়েকে ফেরালেন সমতায়। ম্যাচ নিয়ে গেলেন টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচেতের নৈপুণ্যে শেষ হাসি হাসল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রোমাঞ্চকর ম্যাচে কানাডাকে হারিয়ে তৃতীয় হলো মার্সেলো বিয়েলসার দল উরুগুয়ে। বাংলাদেশ সময় রোববার সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জেতে উরুগুয়ে। এর আগে মূল ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। উরুগুয়ের হয়ে ফেদে ভালভার্দে, রদ্রিগো বেন্তানকুর, জর্জিয়ান দে আরাকায়েস্তা ও লুইস সুয়ারেজের শট জড়ায় জালে। তাদের পঞ্চম শটের প্রয়োজন হয়নি। কানাডার ইসমায়েল কোনের দুর্বল শট ঠেকিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক রোচেত। পরে আলফুঁস ডেভিসের পানেনকটা শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে! চলতি কোপা আমেরিকায় এ নিয়ে দুবার টাইব্রেকারে জিতল উরুগুয়ে। এর আগে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে গোলশূন্য ড্রয়ের পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জিতেছিল তারা। দ্বিতীয় সেমিফাইনালে মারামারিতে জড়িয়ে আলোচনায় ছিল উরুগুয়ে। তৃতীয় স্থান নির্ধারণীর খেলায় যদিও তার প্রভাব পড়তে দেয়নি। বরং শেষদিকে লুইস সুয়ারেজের নাটকীয় গোলে সমতা ফেরানোর পর রুদ্ধশ্বাস ম্যাচের জন্ম দিয়েছে তারা। কোপা আমেরিকায় টাইব্রেকারে কানাডাকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে উরুগুয়ে। অথচ নির্ধারিত ৯০ মিনিট পার হওয়ার পর ২-১ গোলের স্কোর লাইন নিয়ে কানাডা ভাবতেও পারেনি এমন ম্যাচ হাতছাড়া হতে চলেছে। যার পুরো কৃতিত্ব লুইস সুয়ারেজের। উরুগুয়ের এই কিংবদন্তি ও দলটির সর্বোচ্চ স্কোরার জিমিনেজের দেওয়া পাস থেকে যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে স্কোর ২-২ করে ম্যাচটাকে শুটআউটে নিয়ে গেছেন। অর্থাৎ উরুগুয়েকে নতুন জীবন দেওয়ার কারিগর ছিলেন তিনি। তারপর ম্যাচটা টাইব্রেকারে গড়ালে সেখানে কানাডার ইমায়েল কোনের স্পট কিক সেভ করেছেন উরুগুয়ের গোলকিপার। আর আলফোনসো ডেভিস ক্রসবারে শট নিলে শুটআউটে জয় সঙ্গী হয়েছে সুয়ারেজদের। নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। গোল করেন রদ্রিগো বেন্তাঙ্কুর। যদিও ১৪ মিনিট বাদে কানাডাকে ম্যাচে ফেরান কোনে। ৮০ মিনিটে দলটি জনাথন ডেভিডের গোলে ব্যবধান বাড়িয়ে নিলে উরুগুয়ের হারই সম্ভাব্য ফল হয়ে ওঠে। কিন্তু সুয়ারেজ সেই হারতে বসা ম্যাচেই প্রাণ ফেরান যোগ হওয়া সময়ে। কানাডা হেরে গেলেও জেসে মার্শের অধীন তাদের নৈপুণ্য স্মরণ রাখার মতো। ২০০০ সালে কনকাকাফ গোল্ডকাপ জয়ের পর এটাই ছিল দলটির সেরা পারফরম্যান্স। কোপা আমেরিকায় অভিষেকেই সেমিফাইনাল খেলেছে। এ ছাড়া ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো খেলেছে গত কাতার বিশ্বকাপে।