কাঠমান্ডুতে সাফের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ১৬-২৮ আগস্ট। শুরুতে সাফের ৭টি দেশ খেলতে প্রাথমিক সম্মতি দিয়েছিল। ওই অনুযায়ী সূচি হলেও বৃহস্পতিবার পাকিস্তান হঠাৎ করে নাম প্রত্যাহার করে নিয়েছে। এতে টুর্নামেন্ট দুই দিন পিছিয়ে ১৮ আগস্ট শুরু হচ্ছে।
আগে গ্রম্নপ 'এ' তে ছিল নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা এখন তিন দল নিয়ে হবে গ্রম্নপ পর্ব। আর 'বি' গ্রম্নপে জায়গা হয়েছে ভারত, মালদ্বীপ ও ভুটানের। পাকিস্তানের নাম প্রত্যাহার প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, 'পাকিস্তান অর্থাভাবে দলের অনুশীলন চালাতে পারবে না। তাদের নাকি ফান্ড সমস্যা। এ কারণে কাঠমান্ডুতে খেলতে আসতে পারবে না। বৃহস্পতিবার ওরা আমাদের জানিয়েছে।'