মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আক্ষেপ নিয়ে ভারতে বসে আছেন বাংলাদেশ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ জুলাই ২০২৪, ০০:০০
আক্ষেপ নিয়ে ভারতে বসে আছেন বাংলাদেশ অধিনায়ক

ভারতের জয়পুরে আইএইচএফ মেন্স ট্রফি ইয়ুথ অনূর্ধ্ব-১৮ বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হেরেছে লাল-সবুজ দল। তবে বৃহস্পতিবার জয় পায় নেপালের বিপক্ষে ৪৬-২৬ গোলে। বিজয়ী দল প্রথমার্ধে ২৫-১৫ গোলে এগিয়ে ছিল। তবে বাংলাদেশ দলে অধিনায়ক হিসেবে ফারশিদ খান গেলেও নিবন্ধন জটিলতায় পড়ে তার খেলাই হচ্ছে না! তাকে থাকতে হচ্ছে দর্শক হয়ে।

গত ৯ জুন ছিল আয়োজকদের কাছে দলের ১৪ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন করার শেষ সময়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন থেকে সে সময় অধিনায়ক ফারশিদ খান ছাড়া সবার পাসপোর্ট পাওয়ায় নিবন্ধন করতে সমস্যা হয়নি। তিন দিন পর ফারশিদের পাসপোর্ট পাওয়ার পর তার নাম আর নিবন্ধন করা যায়নি। তবে টুর্নামেন্টের নিয়মানুযায়ী শেষ মুহূর্তে একজনের নাম নিবন্ধন করা যাবে বিধায় অধিনায়ককে নিয়েই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। সেই আশায় ছিলেন ঢাকার কর্মকর্তারা।

এর মধ্যে আবার ৯ জুলাই ভোরে জয়পুরে যাওয়ার আগের রাতে কয়েকজন খেলোয়াড়দের ডেঙ্গু ধরা পড়ে। তখন আবার তাদের জায়গায় এবাদত ও ফারশিদের নাম নিবন্ধন করার চেষ্টা করলেও শুধু এবাদতই টিকে যান। ফারশিদের আর করা যায়নি। তবে ফেডারেশন আশা করেছিল জয়পুরে যাওয়ার আগে যোগাযোগ করে অন্তত অধিনায়ককে দলে অন্তর্ভুক্ত করা যাবে। তবে জয়পুর গিয়ে হতাশ হতে হয়েছে। অধিনায়ককে আর নিবন্ধন করা যায়নি। তাই খেলানোও হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে