এক বছর পর জাতীয় দলে ফিরলেন পেসার জাহানারা আলম

প্রকাশ | ১৩ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম -ওয়েব সাইট
গেল বছরের জুলাইতে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশ নারী দলে ছিলেন না জাহানারা আলম। এরপর থেকে দীর্ঘ ১ বছর জাতীয় দলের বাইরেই থাকতে হয়েছে টাইগ্রেস এই পেসারকে। তবে আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় জাহানারা। সবশেষ নারী ডিপিএলে ছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ফলস্বরূপ শ্রীলংকার মাটিতে গড়াতে যাওয়া এশিয়া কাপ দলে সুযোগ পান তিনি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রথমবারের মতো জানালেন নিজের অনুভূতি। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় শুক্রবার জাহানারা বলছিলেন, 'আলহামদুলিলস্নাহ, দীর্ঘ এক বছর পর আবার জাতীয় দলে ব্যাক করেছি। আলস্নাহর অশেষ রহমত শুকুর আলহামদুলিলস্নাহ। শুকরিয়া জানাই আলস্নাহর প্রতি। এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি ৯ মাস ট্রেনিং করেছি মাস্কো একাডেমিতে। সালাউদ্দিন স্যারসহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সঙ্গে।' বাংলাদেশ দলকে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুশি জাহানারা, 'চেষ্টা করেছি যেন ভালো পারফরম্যান্স করতে পারি। প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি, যেন নারী দলে যখনই আমার প্রয়োজন হবে যেন প্রস্তুত থাকতে পারি। শেষ প্রিমিয়ার লিগেও একটি দারুণ পারফরম্যান্স হয়েছে আলহামদুলিলস্নাহ। দীর্ঘ নয় মাসের পরিশ্রম বলতে পারেন। সবকিছু মিলিয়ে এটা দারুণ অনুভূতি যে, আমি আবারও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারব।' আসন্ন এশিয়া কাপে দল এবং নিজের লক্ষ্যের কথা জানিয়ে জাহানারা বলেন, 'এশিয়া কাপে দলের প্রথম লক্ষ্যই থাকবে ভালোভাবে সেমিফাইনাল খেলা। আমরা যদি গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি তাহলে হয়তো পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে ফেস হতে পারে। এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে এবং অবশ্যই আমরা সেটাই চেষ্টা করব। পজিটিভ রেজাল্ট, আমরা যদি বাংলাদেশ দলের জন্য নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করব আমাদের সুখস্মৃতিতে ব্যাক করার জন্য যেটা ২০১৮ সালে করেছিলাম। আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে আমি যেন কন্ট্রিবিউট করতে পারি দলের জয়ে।'